eaibanglai
Homeএই বাংলায়অবসর জীবন উপভোগ না করে নিয়মিত স্কুলে যান ছাত্র-ছাত্রী অন্ত প্রাণ মান্নান...

অবসর জীবন উপভোগ না করে নিয়মিত স্কুলে যান ছাত্র-ছাত্রী অন্ত প্রাণ মান্নান স্যার

সংবাদদাতা,বাঁকুড়াঃ- এসএসসি দুর্ণীতি মামলায় শীর্ষ আদালতের রায়ে চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার সরকারি শিক্ষক-শিক্ষিকা। যা নিয়ে চাপান-উতোর, আন্দোলন, প্রতিবাদ, বাদ-বিবাদ অব্যাহত রাজ্য জুড়ে। আর এই আবহের মধ্যে বাঁকুড়ার খাতড়ার সুপুর উচ্চ বিদ্যালয়ে ধরা পড়েছে এক অন্য ছবি। যেখানে অবসর জীবন উপভোগ না করে নিয়মিত ক্লাস নিচ্ছেন স্কুলের মান্নান স্যার। তাও আবার বিনা পারিশ্রমিকে।

গত জানুয়ারি মাসে দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসর গ্রহণ করেন খাতড়া বাজারের ইন্দকুড়ির বাসিন্দা শিক্ষক শেখ আব্দুল মান্নান। যিনি সুপুর উচ্চ বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলেন। সুপুর উচ্চ বিদ্যালয়ে তো বটেই, তার সাথে খাতড়া বাজারের ছাত্র-ছাত্রীদের কাছেও তিনি প্রিয় মান্নান স্যার নামেই পরিচিত। ছাত্র-ছাত্রীরা জানায়, স্যার তাদের খুবই প্রিয়। স্যার তাদের শিখিয়েছেন ‘যার মনে প্রশ্ন জাগে না সেই বোকা’।

বর্তমানে সুপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ ২৮ জন শিক্ষক শিক্ষিকা ও পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ১১৬০ জন ছাত্রছাত্রী রয়েছে। এর মধ্যে জীবন বিজ্ঞানের মাত্র একজন শিক্ষক রয়েছেন। ফলে একজন শিক্ষকের পক্ষে সব ক্লাস চালানো কঠিন। তাই ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখেই নিয়মিত ক্লাস নিচ্ছেন অবসরপ্রাপ্ত ছাত্র-ছাত্রী অন্ত প্রাণ মান্নান স্যার।

সকলের প্রিয় মান্নান স্যারকে নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র নায়েক বলেন, “মান্নানবাবু বিদ্যালয়ের সম্পদ। তিনি অভিভাবকের মতো রয়েছেন সবার উপরে। বর্তমানে এমন অনেক অভিভাবক রয়েছেন যাঁরা মান্নানবাবুর ছাত্র-ছাত্রী ছিলেন। এখনও তাঁরা অসুবিধায় পড়লে বিদ্যালয় ছুটে আছেন মান্নান স্যারের কাছে পরামর্শ নিতে।”

অন্যদিকে শেখ আব্দুল মান্নান জানান, যতদিন সামর্থ্য থাকবে ততদিন বিদ্যালয়ে গিয়ে ক্লাস নেবেন। পাশাপাশি তিনি এও মনে করেন স্কুল পরিচালন কমিটি ও বিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে প্রত্যেক অবসরপ্রাপ্ত শিক্ষকেরই পড়ুয়াদের স্বার্থে বিদ্যালয়ে যাওয়া ও শিক্ষা দান করা উচিত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments