সংবাদদাতা,আসানসোলঃ- ডাম্পার ও লরির সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল ডাম্পার। ডাম্পারের কেবিনে দীর্ঘক্ষণ আটকে থাকলেন আহত চালক। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর চিত্তরঞ্জন রোডে।
জানা যায় এদিন সকালে নিয়ামতপুর চিত্তরঞ্জন রোডের রেল ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানা ডাম্পারের স্টিয়ারিং লক হয়ে গেলে উল্টো দিক দিয়ে আসা একটি লরি ডাম্পারটিকে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে ডাম্পারের কেবিনে আটকে পড়েন আহত চালক। পরে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ও স্থানীয়দের সাহায্যে চালককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। অন্যদিকে দুর্ঘটনার পরই এলাকা ছেড়ে চম্পট দেয় লরির চালক ও খালাসি।
এদিনের দুর্ঘটনার জেরে সাময়িক যান চলাচল ব্যাহত হয়। পরে চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ড পুলিশ রাস্তা থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।





