eaibanglai
Homeএই বাংলায়স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রীর বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ, রাস্তা অবরোধ, পঞ্চায়েত অফিসে তালা

স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রীর বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ, রাস্তা অবরোধ, পঞ্চায়েত অফিসে তালা

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রীর বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগে উত্তাল হল বাঁকুড়ার ছাতনা ব্লকের জিড়রা গ্রাম পঞ্চায়েত । ছাতনার জিররা গ্রামপঞ্চায়েতে ব্যাপক বিক্ষোভ দেখান এলাকার অন্যান্য স্বনির্ভর দলের মহিলারা । পঞ্চায়েতে তালা লাগানোর পাশাপাশি স্বনির্ভর দলের মহিলারা পঞ্চায়েত লক্ষ করে ইট পাটকেল ছোঁড়ে বলেও অভিযোগ । পরে স্বনির্ভর দলের মহিলারা বাঁকুড়া শালতোড়া রাস্তাও অবরোধ করেন । স্থানীয় সূত্রে খবর গতবছর মাদার টেরিজা স্বনির্ভর গোষ্ঠীকে এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ড্রেস তৈরির জন্য টেন্ডার দেওয়া হয়। সেই স্বনির্ভর দলের গোষ্ঠীর সভানেত্রী বর্ণালী মিশ্রর বিরুদ্ধে নয় লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে । সেই অভিজগকে সামনে রেখেই আজ বিক্ষোভে সামিল হন অন্য স্বনির্ভর দলের মহিলারা। নয় লক্ষ টাকার হিসাব চেয়ে আজ সকালে পঞ্চায়েতের সামনে জড়ো হন অন্যান্য স্বনির্ভর দলের মহিলারা। সেখানেই আজ উপস্থিত থেকে টাকার হিসাব দেওয়ার কথা ছিল দলের সভানেত্রী তথা অভিযুক্ত বর্ণালী মিশ্রর। তিনি সেখানে উপস্থিত না থাকায় প্রথমে পঞ্চায়েত অফিসে তালা দিতে যান মহিলারা। সেখানে গ্রাম পঞ্চায়েতের এক কর্মী বাধা দিতে গেলে তাকে বেধড়ক মারধর করেন উত্তেজত স্বনির্ভর দলের মহিলারা । এরপর পঞ্চায়েত অফিসে তালা দিয়ে দেওয়া হয় স্বনির্ভর দলের মহিলাদের তরফে। পঞ্চায়েতের বিল্ডিং কে লক্ষ্য করে ছোডা হয় ব্যাপক ইট পাটকেল । এরপর বাঁকুড়া শালতোড়া রাজ্য সড়কের জোরহিডা মোড়ের কাছে পথ অবরোধে সামিল হন বিক্ষোভকারী মহিলারা। পঞ্চায়েতে তালা দিয়ে দেওয়ায় পঞ্চায়েতের ভেতরে আটকে থাকেন পঞ্চায়েতের একাধিক কর্মী। ছাতনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও অবরোধ তোলেননি বিক্ষোভকারীরা ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments