eaibanglai
Homeএই বাংলায়ভূত লেগেছে আতঙ্কের জেরে আতংকিত বাঘমুন্ডির ধনুডি হাই স্কুল

ভূত লেগেছে আতঙ্কের জেরে আতংকিত বাঘমুন্ডির ধনুডি হাই স্কুল

জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া : অজানা আতঙ্কের জেরে আতংকিত বাঘমুন্ডির ধনুডি হাই স্কুল| স্কুলের কয়েকজন ছাত্রীর আচরন অস্বাভাবিক হওয়ায় রটে যায় তাদের শরীরে ভর করেছে দেবতা| প্রচলিত ভাষায় অনেকে ধরে নিয়েছে তাদের ভূত লেগেছে| যার জেরে স্কুল আসতেও ভয় পাচ্ছিল অন‍্য ছাত্র ছাত্রীরা| টানা কয়েকদিন ধরেই জঙ্গল মহলের বাঘমুন্ডি থানার আদিবাসি অধ‍্যুষিত ধনুডি স্কুলে শেষমেষ বিঞ্জান মঞ্চের সদস‍্য রা গিয়ে সাহস যোগায়| করেকদিন ধরেই বাঘমুন্ডি থানার ধনুডি হাই স্কুলে সাত আটজন ছাত্রীর মধ‍্যে অস্বাভাবিক আচরন দেখায় চরম আতঙ্ক ছড়ায় ঐ স্কঙৃ সহ পার্শ্ববর্তী গ্রামেও| মানুষ চাক্ষুষ দেখার জন‍্য ছুটে আসে সেই গ্রামেও| স্কুলে আসা বন্ধ করে দেয় অন‍্যান‍্য ছাত্র ছাত্রী রাও| তাদের দাবী যারা অস্বাভাবিক আচরন করছে তাদের ভর করেছে দেবতা| যদিও রহস‍্যের উদঘাটন করতে শেষমেষ ঐ স্কলে গিয়ে পৌছায় বিঞ্জান মঞ্চের সদস‍্যরা| তারা গিয়ে দেখে স্কুলের সামনেই রয়েছে একটি মনসা মন্দির| সেই মন্দিরে ছাত্রীরা মাঝে মধ‍্যেই টিফিন অথবা স্কুল আসার সময় যায়| সেখানে টাঙ্গানো রয়েছে নানান দেব দেবীর ফটো সেগুলি দেখে আসার পরেই অস্বাভাবিক আচরন দেখা যাচ্ছে শুধু ছাত্রীদের মধ‍্যেই| যদিও বিঞ্জান মঞ্চের সদস‍্যরা ঐ অবস্থায় ছাত্রীদের সাথে কথা বলে নানা কৌশলে মুহুর্তের মধ‍্যেই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে| ফলে তারা জানায় দেবতার ভর বা ভূত প্রেত নয়, এটা এক ধরনের মানসিক রোগ| যাকে চিকিৎসা পরিভাষায় বলাহয় গন হিস্টেরিয়া| শিশুমনে কোন ঘটনা গভীর ভাবে ঢুকে গেলে তার প্রতিক্রিয়া স্বরুপ তারা বিকার গ্রস্থ হয়ে পড়ে| এই সময় তাদের মনে সাহস যোগানো উচিৎ| ঐ মন্দিরের নানা ধরনের ফটো ও দেবতার দোহাই তাদের মনের মধ‍্যে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে| কিন্তু তাদের বোঝাতে হবে দেবতার ভর বা ভূত প্রেত বলে কিছু নেই| ভারপ্রাপ্ত শিক্ষক শোভন মন্ডল জানায় এই অজানা আতঙ্কের জেরে ছাত্ররা এলেও ছাত্রীরা খুব কম আসছে যদিও এখন স্বাভাবিক গ্রাম বাসি হেমন্ত মাহাতো জানায় এর জেরে গ্রামে এখনও আতঙ্কে যদিও কাল বিজ্ঞানমঞ্চের লোক এসে ঠিক করে গেছেন | কি কারণে কেনো এরকম হচ্ছিলো তা বলতে পারবোনা| এদিকে সহপাঠীদের এরকম আচরণ দেখে আজও স্কুলে যেতে ভয় পিসছে পঞ্চম শ্রেণীর ছাত্রী পঞ্চমী মাহাতো |এরকম বহু ছাত্রী স্কুলে যাচ্ছে না | এখন দেখার কবে স্বাভাবিক অবস্থায় ফিরবে স্কুলে সেদিকেই তাকিয়ে সকলে|

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments