eaibanglai
Homeএই বাংলায়চুরির উপদ্রপে নাজেহাল, আন্দোলনের হুমকি বাসিন্দাদের

চুরির উপদ্রপে নাজেহাল, আন্দোলনের হুমকি বাসিন্দাদের

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– চুরির উপদ্রপে নাজেহাল কাঁকসার শিবপুরের বাসিন্দারা। রাত বাড়লেই বাড়ছে চোরের উপদ্রব। গ্রামবাসী ও স্থানীয় ব্য়বসায়ীদের অভিযোগ বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রায়ই চুরি যাচ্ছে বহুমূল্য ব্যাটারি সহ বাস, গাড়ি, ট্রাক্টরের যন্ত্রাংশ। এমনকি কিছুদিন আগে দুষ্কৃতীরা এলাকার একটি খামারের তালা ভেঙে ট্রাক্টর চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। একই রকম ভাবে একাধিক দোকানের দরজা কেটে চুরির ঘটনাও ঘটে চলেছে। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে এলাকার বাপি লোহার নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে লুটপাট চালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। কিন্তু বাড়ির লোকেরা চিৎকার চেঁচামেচি শুরু করলে অবস্থা বেগতিক বুঝে পালিয়ে যায় দুষ্কৃতী দল।

এদিকে গ্রামে একের পর এক চুরির ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। গ্রামবাসীদের অভিযোগ পুলিশি নজরদারির অভাবেই এই ধরণের ঘটনা লাগাতার ঘটে চলেছে। তাঁদের দাবি একালায় পুলিশের নজরদারির গাড়ির কখনও দেখা মেলে না। আর সেই সুযোগেই দুষ্কৃতীরা ক্রমশ সক্রিয় হচ্ছে এলাকায়। যার জেরে এলাকায় শান্তিতে বসবাস করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

দ্রুত এইসব দুষ্কৃতীকর্মের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। পাশাপাশি গ্রামে চুরির ঘটনা রুখতে পুলিশি নজরারিরও দাবি জানিয়েছেন তাঁরা। অবিলম্বে এবিষয়ে পদক্ষেপ না নেওয়া হলে সঙ্ঘবদ্ধ হয়ে পথে নেমে অবরোধ, বিক্ষোভ ও আন্দোলনের হুমকিও দিয়েছেন এলাকার বাসিন্দারা।

অন্যদিকে পুলিশের দাবি, যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে সেই দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। শীঘ্রই তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments