শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:– বাঁকুড়ার ১ নম্বর ব্লকের সানবাদ, করগাহিড় সহ ছাতনা ব্লকের শিউলি পাহাড়ি, ঘোষেরগ্রাম এলাকায় বাড়ি বাড়ি পানীয় জলের কাজ কতদূর এগুলো সে বিষয়ে সরজমিনে খতিয়ে দেখলেন বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন ও জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি। হঠাৎ করেই ঘুরলেন ব্লকে ব্লকে, কথা বললেন গ্রামের সাধারণ মানুষের সাথে, আবার কোথাও মিড ডে মিলে গিয়ে চেখে দেখলেন খাবারের গুণগতমান।
রাজ্য সরকারের পি এইচ ই দপ্তরের পক্ষ থেকে বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবার কাজ খতিয়ে দেখার পাশাপাশি দারকেশ্বর নদীবক্ষে অবস্থিত বিভিন্ন জলের পাম্পগুলির অবস্থা খতিয়ে দেখেন তাঁরা। এছাড়াও ছাতনা ১ নম্বর ব্লকের মিরগা গ্রাম এলাকায় আবাস যোজনা বাড়ির সার্ভের কাজ খতিয়ে দেখেন। এই বিষয়ে গ্রামের মানুষের সাথে সরাসরি কথা বলেন বাঁকুড়া জেলা প্রশাসনের এই দুই আধিকারিক। ছাতনার শিউলি পাহাড়ি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবারের গুণগতমান চেখে দেখেন জেলাশাসক এবং পড়ুয়াদের সাথে কথা বলার পাশাপাশি তাদের অভিভাবকদের সাথেও কথাবার্তা সারেন এদিন।
এদিনের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়ার এসডিও, এডিএম ও ছাতনা বিডিও সৌরভ ধল্ল সহ জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা।