eaibanglai
Homeএই বাংলায়ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থান দেওয়ার নতুন দিশা দেখাচ্ছে 'স্কুল অফ ডিজাইন এন্ড মিডিয়া'

ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থান দেওয়ার নতুন দিশা দেখাচ্ছে ‘স্কুল অফ ডিজাইন এন্ড মিডিয়া’

এই বাংলায় ওয়েব ডেস্কঃ- দ্যা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং স্কিল ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ৬০% নতুন চাকরি ডিজাইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিজিটাল মার্কেটিং দ্বারা পরিচালিত হবে। এখনকার বেশিরভাগ ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে যে গতানুগতিক শিক্ষা গ্রহণ করে, সেখানে যুগোপযোগী বা তার নিজের দক্ষতার উন্নতির জন্য প্রায় কোন কিছুই শেখানো হয় না। ফলস্বরূপ দীর্ঘদিন পড়াশোনা করার পরেও এবং নামের পাশে বহু ডিগ্রী থাকা সত্ত্বেও অধিকাংশ ছাত্র-ছাত্রী বেকারত্বের শিকার হয় বা নিজেদের জন্য সঠিক পেশা খুঁজে পেতে অনেক সমস্যার সম্মুখীন হয়। অন্যদিকে শতশত কর্পোরেট প্রতিষ্ঠান ক্রমাগত তাদের জন্য যোগ্য চাকরিপ্রার্থী খুঁজে চলেছে। একদিকে যেমন প্রতিবছর হাজার হাজার ছাত্রছাত্রী কলেজ থেকে স্নাতক হচ্ছে, অন্যদিকে বিজ্ঞাপন, ব্যাংকিং, বীমা, শিক্ষা, হসপিটালিটি, ইনফরমেশন টেকনোলজির মত বহু সংখ্যক কোম্পানি সঠিক দক্ষতা খুঁজে পেতে লড়াই করছে। এখনকার ছাত্র-ছাত্রীদের গতানুগতিক পড়াশোনা এবং ইন্ডাস্ট্রির চাহিদার মধ্যে একটা বড় ব্যবধান তৈরি হয়েছে, অর্থাৎ ইন্ডাস্ট্রি যে যে গুণাবলী ছাত্র-ছাত্রী বা চাকরিপ্রার্থীদের মধ্যে চাইছে, সেটা অনেকাংশেই তাদের থেকে পাওয়া যাচ্ছে না।

এরকম একটি বৃহত্তর সমস্যার সমাধানে এবং এখনকার হাজার হাজার ছাত্রছাত্রীদের কর্মসংস্থান দেওয়ার উদ্দেশ্যে School of Design and Media অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছে।

School of Design and Media, তাদের ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড কোর্সের মাধ্যমে বিগত ১০ বছরে, প্রায় ১ হাজারেরও বেশি শিক্ষার্থীদের অনেক নতুন নতুন কেরিয়ারের, যেমন- গ্রাফিক ডিজাইনার, UI/UX ডিজাইনার, মোশেন গ্রাফিক্স ডিজাইনার, ওয়েবসাইট ডিজাইনার, অ্যানিমেটর, Digital Marketeer ইত্যাদির জন্য যোগ্য করে তুলেছে এবং তাদের কর্মসংস্থান দিয়েছে।

ছাত্রছাত্রীরা যেখানে লাখ লাখ টাকা খরচা করে, আজকালকার খুবই প্রচলিত কিছু ডিগ্রী করেও ভবিষ্যতে কর্মসংস্থান নিয়ে ভীত বা মনোমতো কোন চাকরি পাচ্ছে না, সেখানে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, অনেক কম খরচে পড়াশোনা করে সাহসিকতার সাথে শতশত নামিদামি কোম্পানিতে বছরের পর বছর ধরে মোটা টাকা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছে। দেশ বিদেশের অনেক নামিদামি কোম্পানি, যেমন- Microsoft, Amazon, Tier5, INSYNC, Indiacharts, PWC, Kreative Machinez, centime, Antra,appse connect ইত্যাদি, একশোরও বেশি কোম্পানি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কর্মসংস্থান দিয়েছে।

এই প্রতিষ্ঠানের প্রত্যেক প্রশিক্ষকরা সবাই ১৫ বছরেরও বেশি অভিজ্ঞ এবং এখানের সম্পূর্ণ পাঠক্রম ইন্ডাস্ট্রির চাহিদা ভিত্তিক। এখানে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে প্রথম থেকেই সম্পূর্ণরূপে ইন্ডাস্ট্রির চাহিদা অনুসারে প্রশিক্ষণ করানো হয়। তাই যারা UI/UX ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অ্যানিমেশন বা ওয়েব ডেভলপমেন্টে তাদের কর্মজীবন প্রতিষ্ঠিত করতে চাই, তারা নিঃসন্দেহে এই প্রতিষ্ঠানের কোর্সে ভর্তি হতে পারে।
Whatsapp – 9734433447
Durgapur | Kolkata
sdmedu.in

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments