eaibanglai
Homeএই বাংলায়স্কন্দ পুরাণ অনুযায়ী উধাও হবে বদ্রীনাথ! সামনে এলো চমকপ্রদ সত্য

স্কন্দ পুরাণ অনুযায়ী উধাও হবে বদ্রীনাথ! সামনে এলো চমকপ্রদ সত্য

সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ- চার ধামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাম হল বদ্রিনাথ। বলা হয় বদ্রিনাথ ধাম যে একবার দর্শন করে নেয় তার আর পুনর্জন্ম হয় না, কিন্তু আপনারা কি জানেন বদ্রিনাথ ধাম আর কয়েক বছরের মধ্যেই উধাও হয়ে যাবে। হ্যাঁ, আমদের সনাতন ধর্ম শাস্ত্রে এরকমই চমকপ্রদ একটি বিষয়ের উল্লেখ রয়েছে।

ভারতের উত্তরাখন্ড রাজ্যের বদ্রীনাথ শহরে ভগবান বিষ্ণু বদ্রিনারায়ণ নামে পুজিত হন। আবার শীতকালে বদ্রিনাথে বরফ পড়লে বদ্রীনারায়ণ যোশী মঠে নেমে আসেন। এই কারণে যোশী মঠকে বদ্রিনাথের শীতকালীন আবাস বলা হয়। এই যোশী মঠের নরসিংহ মন্দিরের সাথেই যুক্ত হয়ে আছে বদ্রীনাথ ধাম উধাও হওয়ার রহস্য। শুনতে অবাক লাগলেও সত্যি। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে এমন একটা সময় আসবে যখন বদ্রীনাথ ধাম যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে, আর সেই দিনটি আসতে এখন আর বেশি দেরিও নেই!

যোশী মঠের মধ্যে হাজার বছরের পুরোনো জাগ্রত একটি নরসিংহ দেবের মূর্তি রয়েছে, তার হাত ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে আর ভগবানের এই হাত ক্রমশ পাতলা হতে হতে বর্তমানে একটি সূচের আকারের হয়ে গেছে। কথিত আছে যে, যেদিন ভগবানের এই হাত মাটিতে খসে পড়বে সেদিন নরনারায়ণ পর্বত মাটির সাথে মিশে যাবে,ঘটবে মহাপ্রলয়। আর এই ঘটনার ফলে বদ্রিনাথ ধাম যাওয়ার সকল রাস্তা বন্ধ হয়ে যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments