eaibanglai
Homeএই বাংলায়পিটিয়ে মারার অভিযোগে স্ত্রী ও শ্যালককে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ আদালতের

পিটিয়ে মারার অভিযোগে স্ত্রী ও শ্যালককে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ আদালতের

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:- মদ খাওয়ার অপরাধে এক ব্যাক্তিকে লাঠিতে করে পিটিয়ে মারার অভিযোগে মৃতের স্ত্রী ও শ্যালককে একযোগে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল আদালত। আজ বাঁকুড়ার খাতড়া মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক ধনঞ্জয় কুমার সিং অভিযুক্ত স্ত্রী সৌরভী হাঁসদা ও শ্যালক হিমাংশু হাঁসদার যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে ২০১১ সালের ১ অক্টোবর বাঁকুড়ার রাইপুর থানার মেগিশোল গ্রামে নিজের স্ত্রী সৌরভী হাঁসদার সাথে বচসা বাধে শঙ্কর হাঁসদার। এই সময় স্ত্রী সৌরভী ও শ্যালক হিমাংশু হাঁসদা একযোগে শঙ্কর হাঁসদার উপর হামলা চালিয়ে লাঠি দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। পরে গুরুতর আহত অবস্থায় শঙ্করকে প্রতিবশীরা রাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। পরের দিন রাইপুর থানায় হাজির হয়ে মৃতের দাদা চন্দ্র হাঁসদা লিখিত অভিযোগ জানান মৃতের স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে। প্রাথমিক ভাবে দুজনকে গ্রেফতার করা হলেও পরবর্তীতে আদালত দুজনেরই জামিন মঞ্জুর করে।

সম্প্রতি খাতড়া মহকুমা আদালত বেশ কিছু সাক্ষ্য গ্রহণের পর শঙ্কর হাঁসদাকে নৃশংস ভাবে খুনের জন্য স্ত্রী সৌরভী হাঁসদা ও শ্যালক হিমাংশু হাঁসদাকে দোষী সাব্যস্ত করে। আজ খাতড়া মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক ধনঞ্জয় কুমার সিং অভিযুক্ত দুজনকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেন। অভিযুক্ত পক্ষের দাবী এই রায়ে তাঁরা সন্তুষ্ট নন। আগামীদিনে তাঁরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানাবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments