eaibanglai
Homeএই বাংলায়সংসারে যদি সমস্যা না থাকতো তাহলে কী হতো ? জানেন ?

সংসারে যদি সমস্যা না থাকতো তাহলে কী হতো ? জানেন ?

সংগীতা চৌধুরীঃ- মানুষ যখন জীবনে চলতে চলতে প্রচুর সমস্যার মুখোমুখি হন, তখন স্বাভাবিক ভাবেই তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন! কিন্তু এই হতাশা তাকে জীবনের পথে আর এগোতে দেয় না! মানুষ তখন ভাবেন জীবনে এত সমস্যা কেন? সমস্যা ছাড়াও তো জীবনটা খুব সুন্দর হতে পারতো। কিন্তু সত্যি কি এই সমস্যাগুলোর কোন গুরুত্ব নেই?

স্বামী গহনানন্দ মহারাজ এই প্রসঙ্গে খুব সুন্দর ভাবে একটি কথা বলেছেন, “সংসারে যদি সমস্যা না ‌থাকত,তাহলে মানুষ ঈশ্বরমুখী কখন‌ই হত না।সংসারে সুখ দুঃখ ক্রমান্বয়ে আসে,জ্ঞানী তার জ্ঞানের অসিতে ‌তাকে কেটে কেটে চলে কিন্তু অজ্ঞানী কেবল কেঁদে ভাসায়।”- আসলে এই জগত দুঃখের আলয় , এই জগতে সুখ পেতে গেলে জ্ঞান দরকার, ভগবত জ্ঞানের দরকার , সেই ভগবত জ্ঞানের চেষ্টায় মানুষ কখনোই আকুল হয় না , যতক্ষণ না পর্যন্ত সে ধাক্কা পায় আর এই ধাক্কা গুলোই হলো সমস্যা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments