নিজস্ব সংবাদদাতা দুর্গাপুর:– শিল্পাঞ্চল দুর্গাপুরের মানুষজন প্রথম থেকেই পরিবেশপ্রেমী। পরিবেশের তারা ছবি তুলতে ভালোবাসেন তথা দেখতেও ভালোবাসেন । সেই ভালোবাসার সাধ মেটানোর উদ্দেশ্যে দুর্গাপুরের ফটোগ্রাফি এন্ড নেচার ক্লাব অফ দুর্গাপুর আয়োজিত তিনদিন ব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হল, দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে। দুর্গাপুর শিল্পাঞ্চলে বসবাসকারীর একাধিক ব্যক্তিদের ক্যামেরাবন্দি করা সেরা চিত্রগুলি এই প্রদর্শনীতে শোভা পেয়েছে। এদিন সৃজনী প্রেক্ষাগৃহের এই চিত্র প্রদর্শনী এলাকাটিতে বহু নামিদামি ছবি প্রদর্শিত হয়েছে। এদিনের এই চিত্র প্রদর্শনীটি উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগম এর প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান শ্রীমতি অনিন্দিতা মুখোপাধ্যায়।
এই চিত্র প্রদর্শনীটিতে চ্যানেল ‘এই বাংলায়’ কর্মরত সিনিয়র অফিস ইনচার্জ শ্রীমতি লীনা গড়াই তোলা একটি ছবি প্রশংসিত ও প্রদর্শিত হয়েছে। অফিসের সমস্ত দায়ভার সামলে তিনি তার নিজের মতন করে ছুটির গুলি বাঁচিয়ে দুর্গাপুর থেকে সুদূর অযোধ্যা পাহাড়ে গিয়ে তুলে এনেছিলেন এই ছবিগুলি। দুই দেশি শেয়াল যুগলের ছবি আজ দুর্গাপুর তথা সারা রাজ্যে প্রশংসিত হচ্ছে। মিষ্টি ও লাজুক স্বভাবের লীনা গড়াইকে ‘এই বাংলায়’ চ্যানেলের সকল কর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চ্যানেল ‘এই বাংলায়’ এর মুখ্য সম্পাদক মনোজ সিংহ বলেন,”পশ্চিমবাংলার প্রতিটি ঘরের মা-বোনেরা আজকে ঘরের আঙ্গিনা থেকে বেরিয়ে বিশ্ব জয়ের পথে এগিয়ে চলেছে। আমাদের চ্যানেলের কর্মীরাও পেছনে নেই। আমাদের চ্যানেলের সকল মহিলা কর্মীরা আজ তাদের চিরাচরিত কর্মক্ষেত্রের পরিধি থেকে বেরিয়ে সামাজিক বিভিন্ন বিষয়ে তাদের প্রভাব বিস্তার করছেন। লীনা গড়াই আমাদের সংস্থার কাছে মায়ের মতন । সকল কর্মীবৃন্দদের সঙ্গে সুসম্পর্ক রেখে এবং নিজে অক্লান্ত পরিশ্রম করে চ্যানেল ‘এই বাংলায়’কে দক্ষিণবঙ্গে তথা সারা বিশ্ব জুড়ে সুপ প্রতিষ্ঠিত করতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন প্রতিদিন । আমরা লিনা গড়াই’র এই সাফল্যে গর্বিত। আগামী দিনেও যাতে লীনা আরো অনেক ভালো ছবি তুলে আমাদের চেতনাকে সমৃদ্ধ করবে এই আশা রাখি।”
দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষজন প্রথম দিনই ফটোগ্রাফি এন্ড নেচার ক্লাব অফ দুর্গাপুর আয়োজিত তিনদিন ব্যাপী চিত্র প্রদর্শনীটি যেভাবে উপভোগ করছেন তাতে সহজেই বোঝা যায় যে, পরিবেশ বান্ধব ছবির লালসা শিল্পাঞ্চল বাসিন্দাদের মনে জায়গা করে রেখেছে প্রথম থেকেই ।