eaibanglai
Homeএই বাংলায়আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাহা উৎসব

আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাহা উৎসব

সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়ার চম্পাকিয়ারীর আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাহা উৎসবে অংশ নিলেন। তিন দিনের এই উৎসব ঘিরে আনন্দোৎসবে মেতে উঠেছেন তারা। বেশ কয়েক বছর আগে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাঁকুড়া শহরের চম্পাকিয়ারীতে গড়ে তোলেন জনবসতি। সেখানেই বেড়ে ওঠা তাদের নবপ্রজন্মের মধ্যে নিজেদের সংস্কৃতি বাঁচিয়ে রাখতে বছরভর নানান উদ্যোগ নেন তাঁরা। সেই ধারাবাহিক কর্মসূচীর অঙ্গ হিসেবে চলতি বছরেও শুরু হয়েছে ‘চম্পাকিয়ারী বাহা বঙ্গা বাহা পরব’।

দোল পূর্ণিমার পর থেকে শহুরে সাঁওতাল পল্লী চম্পাকিয়ারীতে তিন দিনের ‘বাহা বঙ্গা বাহা পরব’ শুরু হয়েছে। এই বাহা পরবের বাখ্যা করে চম্পাকিয়ারী গ্রামের পূজারি মলিন্দ হাঁসদা বলেন, বসন্তের সূচণায় এই উৎসব পালিত হয়। নতুন ফুল, পাতাকে এই উৎসব পালনের মধ্য দিয়ে স্বাগত জানানো হয়। যতোক্ষন না পর্যন্ত আমাদের আরাধ্য দেবতা’মারাংবুরু’কে এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন ফুল সমর্পণ করা হচ্ছে ততদিন আমাদের সম্প্রদায়ের কেউ কোন ধরণেয ফুল, এমনকি নতুন পাতা পর্যন্ত ব্যবহার করবেনা। বাহা পরব শেষে সবাই নতুন ফুল, ফল, পাতা ব্যবহার করতে পারবে বলে তিনি জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments