eaibanglai
Homeএই বাংলায়বিশ্ব তামাক বর্জন দিবস উপলক্ষে দুর্গাপুরে সচেতনতা শিবির

বিশ্ব তামাক বর্জন দিবস উপলক্ষে দুর্গাপুরে সচেতনতা শিবির

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রতিবছরই ৩১ মে দিনটি বিশ্ব তামাক বর্জন দিবস উদযাপন হিসেবে পালিত হয় বিশ্ব জুড়ে। উদ্দেশ্য হল তামাকের ক্ষতি থেকে মানুষকে রক্ষা করা। এই দিনটির লক্ষ্য জনসাধারণকে তামাক ব্যবহারের ঝুঁকি এবং তামাক সংস্থাগুলির ব্যবসায়িক রীতি সম্পর্কে অবহিত করা। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য জনগণকে কী করা উচিত সে সম্পর্কে শিক্ষা দেওয়া। বিশ্বব্যাপী তামাক-সংক্রান্ত নির্দিষ্ট বিষয়ে সচেতনতা বাড়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছর এই দিনটির জন্য একটি থিম নির্বাচন করে। এবছরের থিম “আমরা চাই খাবার – তামাক নয়”।

প্রতিবছরের মতো এবছরও বিভিন্ন সংস্থা সংগঠন এগিয়ে এসেছে এই দিনে তামাক বর্জনের প্রয়োজনীয়তা সম্পর্কে ও তামাকের ক্ষতিকর দিকগুলি সম্পর্কে জন সাধারণকে সচেতন করতে। বিশ্ব ব্যাপী নানা আলোচান সভা শিবির সহ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হয় দিনটি। দুর্গাপুর শিল্প শহরেও বিশ্ব তামাক বর্জন দিবস উদযাপন উপলক্ষে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিন সন্ধ্যায় বিধাননগর ডিডিএ মার্কেটে জীবনদান ভবনে বিশ্ব তামাক বর্জন দিবস উদযাপন উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। যেখানে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ৪০ জন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন ও আলোচনায় অংশ নেন। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সাথে এই অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছিল দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব কোঅর্ডিনেশন সোসাইটি, নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর এবং দুর্গাপুর অবসর। সভায় বক্তব্য রাখেন রক্তদান আন্দোলনের রাজ্য নেতৃত্ব কবি ঘোষ, রাজেশ পালিত, বিশিষ্ট শিক্ষাবিদ সোমনাথ রায়,সমাজসেবী রঞ্জন ব্যানার্জি, ক্রীড়া সংগঠক স্বস্তিকা ব্যানার্জী, দুর্গাপুর থ্যালাসেমিয়া সোসাইটির কার্যকরী সভাপতি গোপী রঞ্জন বসু। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুজিত সরকার। এদিনের আলোচনা সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী দিনে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি শহরের স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তামাক ব্যবহারের ক্ষতিকর দিকগুলি নিয়ে অডিও ভিসুয়াল মাধ্যমে প্রচার অভিযান চালাবে।

ভারত সরকারের যুব কল্যান দপ্তরের অধীনস্ত নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুরের ডেপুটি ডাইরেক্টর প্রদীপ কুমার সাহা এদিনের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments