সংবাদদাতা, বাঁকুড়াঃ- লেগো গ্রাম পঞ্চায়েতের অধীন এন আর জি এস প্রকল্পের মাধ্যমে আখড়াশাল ফুটবল গ্রাউন্ড এলাকায় তৈরি হয়েছিল ১৯ টি কেঁচো সার তৈরির শেড ব্যয় হয়েছিল প্রতিটি সেটে ৯০ হাজার টাকা করে শেড তৈরি হল কিন্তু কেঁচো সার তৈরি হলো না। কথা ছিল স্বনির্ভর গোষ্ঠী গুলিকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হবে কেঁচো সার কেঁচো সার তৈরি হলো না প্রশিক্ষণ পেল না। ফলে প্রশ্ন দাঁড়াচ্ছে সরকারের এত টাকা ব্যয় করে এতটা জায়গা নষ্ট করে কি প্রয়োজন ছিল কেঁচো সার তৈরি সেড বানানোর প্রশ্ন উঠছে জনমানষে কিছু বেকার ছেলে কাজ পেতো প্রশ্ন উঠছে সদুত্তর মেলেনি।