সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলে প্রকাশ্যে ছুরি নিয়ে এক যুবকের উপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মুরগাসোল এলাকায়।
জানা গেছে এলাকার কিছু যুবকের মধ্যে বিবাদকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে বিবাদকে কেন্দ্র করে কথা কাটাকাটি চলছিল এলাকার কয়েকজন যুবকের মধ্যে। সেই সময় উসমান নামে এক যুবক চুরি নিয়ে চড়াও হয় অন্য এক যুবকের উপর। ঘটনায় গুরুতর জখম হন ওই যুবক। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।