eaibanglai
Homeএই বাংলায়লাদাখ যাওয়ার পথে পুলিশের আতিথেয়তা

লাদাখ যাওয়ার পথে পুলিশের আতিথেয়তা

সংবাদদাতা,আসানসোলঃ– হুগলির জনাইয়ের বাসিন্দা যুবক লোকেশ বিশ্বাস। দিনতিনেক আগে সাইকেল নিয়ে লাদাখের উদ্দেশ্যে বাড়ি থেকে যাত্রা শুরু করেছেন। পথে বৃহস্পতিবার তিনি পৌঁছে যান পশ্চিম বর্ধমানের বাংলা ঝাড়খণ্ড সীমান্ত ডুবুরডিহি চেকপোস্ট। সেখানে তল্লাশি চালানোর জন্য তাঁকে দাঁড় করানো হলে সাইকেলে দীর্ঘপথ অতিক্রম করে লাদাখ যাত্রার বিষয়টি জানতে পারে পুলিশ। এরপরই তাঁর পাশে দাঁড়ায় কুলটি থানার চৌরাঙ্গী ফাঁডির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডে পুলিশ। দুপুরে তাঁর আহারাদি ও বিশ্রামের ব্যবস্থা করার পাশাপাশি তার হাতে জলের বোতল ও ফল মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান চৌরাঙ্গী ফাঁড়ির আধিকারিক অলোকেশ ব্যানার্জী ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা। পুলিশের এই আতিথেয়তায় অভিভূত লোকেশ বলেন, বর্তমানে রজ‍্যের পুলিশ শুধুমাত্র আইনের রক্ষক নয়, সমাজের বন্ধুও।

লোকেশের সঙ্গে কথা বলে জানা যায় ছোট থেকেই সাদা বরফে ঘেরা হিমালয়ের কোলে অবস্থিত লাদাখে যাওয়ার স্বপ্ন তাঁর। প্রথমে বাইকে করে যাওয়ার পরিকল্পনা থাকলেও আর্থিক কারণে তা সম্ভব হয়নি। একটি বিপননি সংস্থায় কর্মরত লোকেশকে সম্প্রতি বদলি করে দেওয়া হলে চাকরি ছেড়ে দেন তিনি। এরপরই স্বপ্ন পূরণের লক্ষ্যে পথে নেমে পড়েন লোকেশ। আর্থিক কারণে বাইক কেনা সম্ভব না হওয়ায় সাইকেল নিয়েই যাত্রা শুরু করেন তিনি। সুদীর্ঘ এই পথ অতিক্রম করতে প্রায় একমাস সময় লাগবে বলেই অনুমান লোকেশের। সেই মতো তাবু,পোষাক সহ সামান্য কিছু প্রয়োজনীয় জিনিপত্র সাইকেলে বেঁধে লাদাখের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। এখনও পর্যন্ত রাস্তায় কোনও অসুবিধায় হয়নি বলে জানিয়েছেন উদ্যমী এই যুবক। পাশাপাশি স্বপ্ন দেখলে তা পূরণ করা সম্ভব বলেও মনে করে লোকেশ । তাই যুব সমাজের প্রতি তাঁর বার্তা ‘স্বপ্ন দেখতে ছেড় না’।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments