সংবাদদাতা, আসানসোলঃ– কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করা হচ্ছে। নাম না করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই-এর তদন্ত নিয়ে কেন্দ্রের বিজেপিকে সরকারকে কটাক্ষ করলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। শুক্রবার শুরু হয়েছে আসানসোল যষ্ঠ আসানসোল উৎসব। আর এই অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এভাষাতেই বিজেপি সরকারকে এক হাত নেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, মমতা ব্যানার্জিকে ভয় পেয়ে গেছে। তাই তাঁকে দাবিয়ে রাখার জন্য় কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের নামে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে।
প্রশঙ্গত শুক্রবারই শুরু হয়েছে আসানসোল উৎসব। এদিন রাতে আনুষ্ঠানিকভাবে এই উৎসবের সূচনা করেন আইন শ্রমমন্ত্রী মলয় ঘটক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, পৌরনিগমের আরেক ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, জামুরিয়া বিধায়ক হরেরাম সিং, পান্ডেবশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি সহ বিশিষ্ট জনেরা।
আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। প্রতিদিন থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। পাশাপাশি উৎসব উপলক্ষ্যে বসেছে ১২৮ টি স্টল।