সংবাদদাতা, বাঁকুড়াঃ- এবার তৃণমূল কর্মীদের টুঁটি টিপে ধরার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বাঁকুড়ার ওন্দা ব্লকের চুড়ামনিপুর অঞ্চলে বিজেপির চোর ধরো জেলে ভরো কর্মসূচিতে অংশ নিয়ে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কটাক্ষের সুরে বিধায়ক বলেন, “কেউ চাকরির জন্য তৃণমূল নেতাদের টাকা দিয়েছেন, কেউ আবার সরকারি বাড়ি পাওয়ার জন্য তৃণমূল নেতাদের টাকা দিয়েছেন। যারা টাকা নিয়েছে তাদের টুঁটি টিপে টাকাটা আদায় করুন। নাহলে গয়ারাম নেতারা পালিয়ে যাবে। অনেকেই বাইরে জায়গা কিনে নিয়েছে। তারা পালিয়ে যাবে।” আর এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক।
তার এই নিদান নিয়ে বিধায়ক জানান, যে সমস্ত তৃণমূল নেতারা মানুষের টাকা খেয়ে বসে আছে ,গাছ চুরি করেছে তাদের জন্য এই নিদান যথাযথ। যদিও বিজেপি বিধায়কের নিদানকে উস্কানিমূলক বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি এরপর এলাকায় কোনও অশান্তি হলে তার দায় বিধায়ককেই নিতে হবে।