নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে পালিত হচ্ছে আজাদী কা অমৃত মহোৎসব। তারই অন্তর্গত ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির ডাক দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। শনিবার থেকে সোমবার পর্যন্ত অর্থাৎ ১৩ অগস্ট থেকে শুরু হয়ে ১৫ অগস্ট দেশ জুড়ে ঘরে ঘরে জাতীয় পতাকা লাগিয়ে এই কর্মসূচি পালনের আবেদন জানানো হয়েছে। এরই পরিপেক্ষিতে শুক্রবার সকাল থেকে দুর্গাপুরের কমলপুর এলাকায় জাতীয় পতাকা বিতরণ করে ভারতীয় সেনাবাহিনী। পাশাপাশি দুর্গাপুর ইস্পাত কারখানার সিআইএসএফ জওয়ানরা এবং আধিকারিকেরাও একযোগে এলাকাবাসীদের এই মহান কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান। ঘরে ঘরে বিতরণ করা হয় জাতীয় পতাকা।
এছাড়াও এদিন এলাকার কয়েকশো স্কুল পড়ুয়াকে সঙ্গে নিয়ে পদযাত্রার আয়োজন করা হয়। সিআইএসএফ জওয়ানরা জানান এলাকাবাসীদের ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে অংশগ্রহণ করতে উৎসাহিত করার জন্য়ই তাদের এই বিশেষ উদ্যোগ।
