সংবাদদাতা,বাঁকুড়াঃ- ‘আমার চেয়ে দল বড়। আর দলের চেয়েও দেশ বড়’। শনিবার বাঁকুড়ার সোনামুখীতে এক কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বার্তা দেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
শনিবার ‘হরঘর তিরঙ্গা’ কর্মসূচীতে কচিকাঁচাদের সঙ্গে নিয়ে মিছিল করেন সাংসদ সৌমিত্র খাঁ। প্রসঙ্গত স্বাধীনতার ৭৫ তম বর্ষে আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে ‘হরঘর তিরঙ্গা’ কর্মসূচীর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার ৭৫ বর্ষে ১৩ থেকে ১৫ আগস্ট দেশের প্রতিটি বাড়ি মহল্লায় জাতীয় পাতাকা উত্তোলনের ডাক দেওয়া হয়েছে।
এদিন সোনামুখীর রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর গ্রামে কচিকাঁচাদের সঙ্গে নিয়ে মিছিল করে জাতীয় পতাকা উত্তোলন করে ‘হরঘর তিরঙ্গা’ কর্মসূচী পালন করে সম্প্রীতি ও জাতীয় ঐক্যের বার্তা দেন সাংসদ। এদিনের কর্মসূচিতে বিষ্ণুপুরের সাংসদ ছাড়াও অংশ নেন স্থানীয় বিধায়ক দিবাকর ঘরামী সহ বিজেপি কর্মী সমর্থকরা।
