সংবাদদাতা,আসানসোলঃ- ডিভিসির মাইথন প্রশাসনিক ভবনের সামনে ঝাড়খণ্ডের নিরসা বিধানসভার প্রাক্তন বিধায়ক অরূপ চ্যাটার্জির উপস্থিতিতে মাইথন ড্যাম্পের দোকানদারদের সমর্থনে এক বিক্ষোভ প্রদর্শন করলে সেখানে সিআইএসএফ এর পক্ষ থেকে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। ঘটনার জেরে ৬ জনের বেশি বিক্ষোভকারী আহত হয়ে পড়ে।একই সাথে বেশ কিছু গাড়িও ভাঙচুর হয়। উল্লেখ্য বৃহস্পতিবার মাইথন প্রশাসনিক ভবনের সামনে এই ঘটনা ঘটে। ঘটনা প্রসঙ্গে জানা যায় আন্দোলন শুরু হতে না হতেই মাইথন ডিভিসির সিআইএসএফ বাহিনীর সাথে বিক্ষোভ কারীদের বচসা বাধে আর তারই জেরে অশান্তি ছড়িয়ে পড়ে। যা পাথর ছোড়া পর্যন্ত গড়িয়ে যায়। সিআইএসএফ বাহিনী লাঠিচার্জ শুরু করে। এই ঘটনার জেরে ছয়জনের বেশি বিক্ষোভকারী আহত হয়ে পড়ে। যাদের চিকিৎসা ডিভিসির বিপি নিয়োগি হাসপাতালে করা হচ্ছে। প্রাক্তন বিধায়ক অরূপ চ্যাটার্জি বলেন,এত বছর ধরে মাইথনে দোকান করে আসা গরীব মানুষের দোকান ভাঙতে চাইছে ডিভিসি। আর ডিভিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলেছি। আজ বৃহস্পতিবার শান্তি পূর্ণভাবে আমরা বিক্ষোভ শুরু করি। তবে এখন সিআইএসএফ বাহিনী জুলুম বাজিতে নেমে পড়েছে। ডিভিসি আধিকারিকের কাছে বিগত একমাস ধরে সমস্যার সমাধানের দাবি জানানো হচ্ছে।তারপরেও ডিভিসি কর্তৃপক্ষ উদাসীন রয়েছে। এরই প্রেক্ষিতে এদিন বিক্ষোভ প্রদর্শন করা হলে সিআইএসএফ অমানবিক ভাবে লাঠি চার্জ করে। যার কারনে তাদের দলের বেশ কিছু নেতা ও বিক্ষোভকারী আহত হয়। তবে ঘটনা প্রসঙ্গে সিসিআইএসএফ বিনয় কাজিলা জানান বিক্ষোভ কারীরা প্রথমে পাথরবাজি শুরু করে তারই জবাবে সিসিআইএসএফ লাঠিচার্জ করে।