eaibanglai
Homeএই বাংলায়'জাতীয় ভোটার দিবস' পালিত

‘জাতীয় ভোটার দিবস’ পালিত

সংবাদদাতা, দুর্গাপুর ও বাঁকুড়াঃ- গোটা দেশেই আজ পালিত হচ্ছে ভোটার্স ডে, দুর্গাপুর ও ব্যতিক্রম হল না। বিজেপির যুব মোর্চার উদ্যোগে নতুন ভোটারদের ভোটদানে আগ্রহ প্রকাশ করার জন্য নব মতদাতা সম্মেলন এর আয়োজন করা হয় দুর্গাপুরের প্রাণকেন্দ্রে সিটি সেন্টার এলাকায়। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ভবনের সামনে একটি ট্যাবলো গাড়ির মধ্যে এলইডি স্ক্রিন লাগিয়ে প্রধানমন্ত্রীর এদিনের বক্তব্য সম্প্রচারের মাধ্যমে নব ভোটারদের উৎসাহিত করা হয় এবং প্রত্যেকের গায়ে যে টি শার্ট তাতে লেখা ছিল বিকশিত ভারত। অনুষ্ঠানে বিজেপি সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া বিধায়ক লক্ষণ ঘরুই উপস্থিত ছিলেন। সুরিন্দার সিং আলুওয়ালিয়া রাজ্যের শাসক দল তৃণমূলের সমালোচনা করে বলেন যে নতুন ভোটারদের বাবা মায়েদের ভীত সন্ত্রস্ত করে রাখে তৃণমূল, তাই ছেলে মেয়েরাও সংশয়ে থাকে, তা সত্বেও অনেক নতুন ভোটার এদিনের কর্মসুচীতে যোগ দিয়েছে।

অন্যদিকে এদিন বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় ভোটার দিবস’ পালিত হল। শহরের রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলাশাসক সিয়াদ এন। এদিন জাতীয় ভোটার দিবসের মঞ্চ থেকে নতুন ভোটারদের হাতে ভোটার আইডি.কার্ড তুলে দেওয়ার পাশাপাশি বিগত নির্বাচন গুলিতে দক্ষতার সঙ্গে নির্বাচনী কাজ করার জন্য কর্মীদের পূরস্কৃত করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক সিয়াদ এন, অতিরিক্ত জেলাশাসক (নির্বাচন) নকুল চন্দ্র মাহাতো সহ জেরার সমস্ত ADM ও SDO সহ আধিকারিকরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments