eaibanglai
Homeএই বাংলায়'ক্যান্সার হ্যাজ এন আনসার ইন সনকা' বললেন বিখ্যাত হিন্দি চিত্র তারকা মহিমা...

‘ক্যান্সার হ্যাজ এন আনসার ইন সনকা’ বললেন বিখ্যাত হিন্দি চিত্র তারকা মহিমা চৌধুরী

মনোজ সিংহ, দুর্গাপুরঃ- আগামী এক দশকের মধ্যে প্রত্যেক ১০০ জনের ভেতর একজন ক্যান্সার আক্রান্ত হবে বলে একটি আন্তর্জাতিক সংস্থার গবেষণায় নাকি উঠে এসেছে। এমনই কথা বললেন হিন্দি চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেত্রী মহিমা চৌধুরী। দুর্গাপুর শিল্পাঞ্চলের অদূরে মলানদিঘি অঞ্চলে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সেস অ্যান্ড সনকা হসপিটালের উদ্যোগে প্রজাতন্ত্র দিবসের দুপুরে পূর্ব ভারতের অন্যতম অত্যাধুনিক ক্যান্সার ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন হল। একটি আন্তর্জাতিক স্বাস্থ্য পরিসেবা প্রদানকারী সংস্থার যৌথ প্রচেষ্টায় এই ক্যান্সার ইনস্টিটিউটটি তৈরি করা হয়েছে। ঝা চকচকে এই অত্যাধুনিক ক্যান্সার হাসপাতালটির নাম দেওয়া হয়েছে ‘সনকা ক্যান্সার ইনস্টিটিউট’। ১০০০ শয্যা বিশিষ্ট এই অত্যাধুনিক হাসপাতালটি শুধুমাত্র ক্যান্সার রোগের নির্ণয় ও রিসার্চ সেন্টার হিসেবে গড়ে উঠবে। পূর্ব ভারতে এই প্রথম ডিজিটাল ১৮০ স্লাইস পেট সিটি ফর রেডিও থেরাপি ক্যানসার ট্রিটমেন্ট মেশিনটি বসানো হয়েছে এই হাসপাতালে।

এদিন দুর্গাপুর শিল্পাঞ্চলের অদূরে মলানদীঘিতে এই হাসপাতালের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দী চলচ্চিত্র জগতের খ্যাতনামা নায়িকা মহিমা চৌধুরী। এদিনের উদ্বোধনী ভাষণে অভিনেত্রী মহিমা চৌধুরী বলেন, “ক্যান্সার আক্রান্ত রোগীর মানসিক যন্ত্রণা তিনি খুব ভালো করে জানেন। কারণ তিনি দীর্ঘ সময় ধরে ক্যান্সারের সাথে লড়াই করে এখন এই সুন্দর পৃথিবীটি উপভোগ করছেন।” এদিন তিনি ক্যান্সার চিকিৎসার সঙ্গে যুক্ত থাকা ডাক্তার ও নার্স কর্মীদের উদ্দেশ্যে বলেন, “ডাক্তাররা শুধুমাত্র নির্দেশ দেন রোগীকে কি কি ওষুধ এবং কি কি পরিষেবা দিতে হবে। কিন্তু রোগীকে সুস্থ করে তোলার পেছনে একজন নার্সের যে ভূমিকা থাকে তা ভাষায় প্রকাশ করা যায় না। রোগী সেরে ওঠার পেছনে নার্সের ৫০ শতাংশ অবদান থাকে।” যে সকল ছাত্র-ছাত্রীরা সনকা নার্সিং কলেজে পড়াশোনা করছেন তাদেরকে উৎসাহ দেবার জন্য তিনি বলেন, “মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করো আগামী দিন তোমাদেরই । এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে হিন্দী চলচ্চিত্র জগতের খ্যাতনামা নায়িকা মহিমা চৌধুরী সাথে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, হেলথ ওয়াল্ড হসপিটালে এর কর্ণধার অরুণাংশু গাঙ্গুলী,আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত, বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী দেবব্রত সাই, সনকা হাসপাতালের কর্ণধার পার্থ পবি ও তার পরিবারবর্গ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিত্বরা। দুর্গাপুর শিল্পাঞ্চলের সকল স্তরের মানুষ এদিন দুর্গাপুরে আন্তর্জাতিক মানের ক্যান্সার চিকিৎসার সুবিধা সুলভ মূল্যে পাবেন এ কথা জেনে সাধুবাদ জানান সনকা হাসপাতাল কর্তৃপক্ষকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments