নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বাড়ি ভাড়া নিয়ে চলছিল সাইবার অপরাধ চক্র। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে জামতারা গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেফতার করল ঝাড়গ্রাম পুলিশ। সঙ্গে ছিল ফরিদপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে দুর্গাপুর মহকুমার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইছাপুরের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকছিল ৩অভিযুক্ত। ঝাড়গ্রাম পুলিশের সাইবার ক্রাইম বিভাগে কয়েকটি অভিযোগ জমা পড়েছিল। সেগুলির তদন্তে নেমে ইছাপুরের এই ডেরার খোঁজ পায় ঝাড়গ্রাম পুলিশ। এরপরেই তারা যোগাযোগ করে ফরিদপুর থানার সঙ্গে। সোমবার রাতে ফরিদপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ইছাপুরের ওই ভাড়া বাড়িতে হানা দেয় ঝাড়গ্রাম পুলিশ। মঙ্গলবার ঝাড়গ্রাম পুলিশ তিন জনকেই গ্রেফতার করে ঝাড়গ্রাম নিয়ে যায়।
জানা গেছে ধৃতদের মধ্যে বিকাশ দাস স্থানীয় সরপি মোড়ের বাসিন্দা। তার বন্ধু আকাশ দাসের বাড়ি দুর্গাপুরের অমরাবতী এলাকায়। আকাশের দিদির বিয়ে হয় জামতারার বাসিন্দা সুরজ দাসের সঙ্গে। এই সুরজই সাইবার অপরাধ চক্রের মূল পান্ডা বলে জানতে পেরেছে পুলিশ।
ধৃতদের জেরা করে এই অপরাধ চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা জানার চেষ্টা করছে পুলিশ।