eaibanglai
Homeএই বাংলায়জমছে আবর্জনার স্তূপ, বাড়ছে ডেঙ্গুর আশঙ্কা, অভিযোগ হুঁশ নেই প্রশাসনের

জমছে আবর্জনার স্তূপ, বাড়ছে ডেঙ্গুর আশঙ্কা, অভিযোগ হুঁশ নেই প্রশাসনের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগ বাড়ছে প্রশাসনের। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। ইতিমধ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে স্বাস্থ্য দফতর ও নবান্ন। স্বাস্থ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব বিভিন্ন জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে সতর্কভাবে নজরদারির পাশাপাশি বাড়ি বাড়ি পরিদর্শনও বাড়ানোর নির্দেশ দিয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

এদিকে রাজ্যের একাধিক জেলার মতো পশ্চিম বর্ধমান জেলাতেও ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এদিকে বর্ষার শুরুতেই দুর্গাপুরের পলাশডিহা এলাকাতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। যদিও দুর্গাপুর নগর নিগমের মতে বর্তমানে ওই এলাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু শহর ও শহর সংলগ্ন গ্রাম পঞ্চায়েত এলাকগুলিতে মাঝে মধ্যেই ডেঙ্গু রোগীর খোঁজ মিলছে। ঘরে ঘরে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে জেলা প্রশাসন যখন ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন হওয়ার নির্দেশ দিচ্ছে, এলাকা পরিছন্ন রাখা ও আবজনা মুক্ত রাখার পরামর্শ দিচ্ছে তখন উল্টো ছবি ধরা পড়েছে দুর্গাপুরের বিধনানগর সংলগ্ন আড়া কালীনগর এলাকায়। কাঁকসা ব্লকের মলানদিঘি পঞ্চায়েতের অন্তর্গত এই এলাকা আবর্জনায় ভরে উঠলেও হঁশ নেই পঞ্চায়েত প্রশাসনের। স্থানীয়দের অভিযোগ এলাকার ফাঁকা জায়গাগুলি আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। সেখানে পরিক্যক্ত নানা জিনিসে বৃষ্টির জল জমে রয়েছে। যা ডেঙ্গু বাহিত এডিস মশার আঁতুড় ঘর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এছাড়াও এলাকার নিকাশি নালীগুলিরও তথৈবচ অবস্থা, নিয়মিত পরিস্কার করা হয়না বলে অভিযোগ। নর্দমার জমা জলের জেরে এলাকায় মশার প্রকোপ বাড়ছে বলেও দাবি স্থানীয়দের। এই পরিস্থিতিতে অবিলম্বে বিষয়টি নিয়ে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments