eaibanglai
Homeএই বাংলায়উল্টো বর্ণমালা বলে রেকর্ড ছোট্ট সংস্থিতার

উল্টো বর্ণমালা বলে রেকর্ড ছোট্ট সংস্থিতার

স্বর্ণদীপ বাগ, ঝাড়গ্রামঃ– বয়স মাত্র পাঁচ বছর দশ মাস। আর এই বয়সেই এশিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠিয়ে সকলের নজর কেড়েছে ঝাড়গ্রামের প্রত্যন্ত এলাকা বেলপাহাড়ির শিশু কন্যা সংস্থিতা মাহাতো।

এই বয়সে যখন সংস্থিতার মতো অন্যান্য শিশুরা সবে ইংরেজি বর্ণমালা শিখছে তখন সংস্থিতা গড় গড় করে ইংরেজি বর্ণমালা উল্টো দিক থেকে নির্ভুলভাবে বলতে পারে, মানে জেড থেকে শুরু করে এ পর্যন্ত। এখানেই শেষ নয়। উল্টোভাবে বর্ণমালা নির্ভুলভাবে শুধু বলতেই পারে না এই বিষ্ময় শিশু কন্য়া, মাত্র ৩০ সেকেন্ডে আট বার বলতে পারে। যা প্রাপ্তবয়স্কদের পক্ষেও পেরে ওঠা রীতিমতো চ্যালেঞ্জিং। কি শুনে বিষ্ময় লাগছে তো! হ্যাঁ এই বিষ্ময়কর প্রায় অসম্ভব কার্যটি রপ্ত করকেই এশিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে ছোট্ট সংস্থিতা। সম্প্রতি এশিয়া বুক রেকর্ডসের তরফে তার বাড়িতে শংসাপত্র ও পুরস্কার এসে পৌঁছেছে। যা নিয়ে সংস্থিতার মা-বাবা তো বটেই আত্মীয় পরিজন পাড়া প্রতিবোশীরাও উচ্ছ্বসিত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments