eaibanglai
Homeএই বাংলায়বিশ্বের মঙ্গল কামনায় বিশ্বকল্যাণ যজ্ঞ দুর্গাপুরে

বিশ্বের মঙ্গল কামনায় বিশ্বকল্যাণ যজ্ঞ দুর্গাপুরে

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- রবিবাসরীয় সকালে বিশ্বের মঙ্গল কামনায় বিশ্বকল্যাণ যজ্ঞের আয়োজন করা হল দুর্গাপুরে দামোদরের বিসর্জন ঘাটে। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের দুর্গাপুর শাখার পক্ষ থেকে এই মহাযজ্ঞের আয়োজন করা হয়। উদ্যোক্তাদের মতে অতিমারি সহ নানান অশান্তি বিপদ-আপদ প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত ভারত সহ গোটা বিশ্ব। তাই বিশ্ববাসীর কল্যাণের জন্যই এই বিশেষ যজ্ঞের আয়োজন।

উদ্যোক্তারা জানান মূলত করোনা মহামারীর সময় বিশ্বব্যাপী করোনায় মৃতদের সদগতির উদ্দেশ্যে ২০২০ সালে এই যজ্ঞ শুরু করা হয়েছিল। এই বছর বিশ্বকল্যাণ যজ্ঞের তৃতীয় বর্ষ। এবারের যজ্ঞে ৭২ কেজি ঘি ও ৫ কুইন্টাল কাঠ ব্যবহার করা হয়। পাশাপাশি প্রায় চার কুইন্টাল চালের পোলাও মহাপ্রসাদেরও ব্যবস্থা করা হয়েছিল ভক্তদের সেবার জন্য।

আগামীদেনও এই যজ্ঞ মানুষের কল্যানের স্বার্থে চালিয়ে যাওয়া হবে বলে জানান উদ্যোক্তারা। এর পাশাপাশি এদিন রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট দুর্গাপুর শাখার তরফে প্রশাসন ও পৌরসভার কাছে দুর্গাপুর ব্যারাজের বির্সজন ঘাট যেটি বর্তমানে আরতি ঘাট নামে পরিচতি পেয়েছে সেই ঘাটটির সংস্কার ও পরিকাঠামো উন্নতির আবেদন জানানো হয়। ট্রাস্টের সদস্যদের আশা দামোদরের বিসর্জন ঘাট ও তার আরতি আগামী দিনে শুধু রাজ্যেই নয় সারা দেশের মধ্যে খ্যাতি অর্জন করবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments