নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– চরম উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে আইপিএলের ধাঁচে ‘ পানাগড় প্রিমিয়ার লিগ’ শুরু হল কাঁকসার মিত্র সংঘের মাঠে। এই বছর তৃতীয় বর্ষে পদার্পণ করল এই ক্রিকেট টুর্নামেন্ট। আগামী তিন দিন ধরে চলবে এই খেলা। খেলায় অংশ নিয়েছে ৮টি ফ্রাঞ্চাইসি দলের খেলোয়াড়রা।
শনিবার সকালে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, গোলসির বিধায়ক নেপাল ঘরুই, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, সমীর বিশ্বাস, কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল সহ বিশিষ্ট জনেরা।
জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি এদিন বলেন, “খুবই ভালো উদ্যোগ। আমরা পাশে আছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের প্রতিটি প্রান্তে খেলাধুলায় উৎসাহ বেড়েছে।” পানাগড় প্রিমিয়ার লিগের সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায় বলেন, “রানার্স, উইনার্স দুই দলকে নগদ টাকা ও ট্রফি পুরস্কার দেওয়া হবে। এছড়াও বেস্ট খেলোয়াড়, ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজকে নানান পুরস্কার দেওয়া হবে।”