নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ২১ জুন সন্ধ্যায় দুর্গাপুর ইস্পাত নগরীর বিধান ভবনে ক্যামেলিয়া সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে পালন করা হলো বিশ্ব সংগীত দিবস। সম্প্রতি আহমেদাবাদ এ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এই দিনটি তাঁরা পালন করলেন। অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, নৃত্যশিল্পী সর্বানী বসু এবং যন্ত্রসংগীত শিল্পী সন্জিত মুখোপাধ্যায় কে সংবর্ধনা জ্ঞাপন করা হলো। আয়োজন করা হয়েছিল ২৫ বছর বয়স সীমার মধ্যে প্রতিযোগীদের মধ্যে উচ্চাঙ্গ সংগীত প্রতিযোগিতা। ২৮ জন প্রতিযোগী উল্লিখিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।




