মনোজ সিংহ, দুর্গাপুরঃ- আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গঠন হওয়ার পর থেকেই শিল্পাঞ্চলে যানবাহন যাতে সঠিকভাবে চলাচল করে তার দিকে সতর্ক দৃষ্টি রেখেছিল পুলিশ প্রশাসন। পুলিশ কমিশনারেট গঠন হওয়ার আগে প্রায় দৈনন্দিন একের পর এক দুর্ঘটনার খবর আসতো গোটা শিল্পাঞ্চল থেকে, মৃত্যুও হতো পাল্লা দিয়ে। কিন্তু এখন সেই সব পরিস্থিতি অনেকটাই পাল্টে গিয়েছে। প্রশাসন একটি সূত্রে জানা গেছে আগের তুলনায় এখন মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচির অন্তর্গত মানুষকে সচেতন করা গেছে যাতে তারা সঠিক নিয়ম-কানুন মেনে রাস্তায় যানবাহন চালান। শিল্পাঞ্চল জুড়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ট্রাফিক বিভাগের কর্মীরা রাস্তার ওপর দাঁড়িয়ে নাকা চেকিং করছেন এবং ‘কখনো নরমে, কখনো গরমে’ যানবাহন ভুল চালানোর পদ্ধতিগুলি শুধরে দিচ্ছেন সাধারণ মানুষকে।
অন্যদিকে শিল্পাঞ্চলের মানুষ প্রায়দিন অভিযোগ করেন, ট্রাফিক বিভাগের কর্মীরা রাস্তার ওপর দাঁড়িয়ে শুধুমাত্র হেলমেট চেকিংয়ের নামে মানুষকে শুধু শুধু হয়রানি করেন। কিন্তু একটি সূত্র মারফত জানা গেছে, এই হেলমেট নাকা চেকিং করার ফলে দুর্গাপুর শিল্পাঞ্চলে প্রবেশ করা একাধিক দুষ্কৃতী হাতে নাতে ধরাও পড়েছে, সুরক্ষিত হয়েছে শহর ও মানুষের জনজীবন। তবুও শিল্পাঞ্চলের বাসিন্দাদের মনে দুর্গাপুর ট্রাফিক বিভাগের এই নাকা চেকিংয়ের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। দুর্গাপুর শিল্পাঞ্চলে কর্মরত ট্রাফিক বিভাগের আধিকারিকরা তা টের পাওয়ার সাথে সাথেই সাধারণ মানুষের জন্য রাস্তার দু’ধারে জমে থাকা জঞ্জাল পরিষ্কার, রাস্তার ওপর পড়ে থাকা অবাঞ্ছিত বালি পাথর পরিষ্কার, কোথাও আবার সঠিক দিশা নির্দেশ রাস্তায় না থাকার ফলে যে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সাধারণ মানুষ তা নিয়ে তারা দ্রুততার সাথে কাজ করছেন। এবার দুর্গাপুর সাব ট্রাফিক বিভাগের উদ্যোগে ইস্পাত নগরী টাউন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনে আগামী ২৮ শে ফেব্রুয়ারি একটি ‘ফ্রি বাইক সার্ভিসিং’ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ফ্রি বাইক সার্ভিসিং এর মধ্য দিয়ে শিল্পাঞ্চলে বাইক ব্যবহারকারী মানুষজনের সাথে ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কর্মীদের এক সমন্বয় তৈরি করার চেষ্টা হবে বলে জানা গেছে। এই ফ্রী বাইক সার্ভিসিং ক্যাম্পের সাথে সাথে ওইখানেই সাধারণ বাইক চালকদেরকে পথ নিরাপত্তা সম্বন্ধে বিস্তারিত জ্ঞান দেওয়া হবে বলে জানা গেছে। দুর্গাপুর শিল্পাঞ্চলের বাসিন্দারা দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।