eaibanglai
Homeএই বাংলায়নবান্নের মেলেনি আস্বাস,ফের আন্দোলনের হুশিয়ারি কুড়মি সমাজের

নবান্নের মেলেনি আস্বাস,ফের আন্দোলনের হুশিয়ারি কুড়মি সমাজের

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ- আগামী সপ্তাহে বাঁকুড়া জেলায় মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফর। তার ঠিক আগে কুড়মি সমাজের দাবী নিয়ে আলোচনার জন্য নবান্নে কুড়মি সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে কুড়মি সমাজের দাবী সেই আলোচনায় কোনো সদর্থক আস্বাস মেলেনি। এবার তাই মার্চের গোড়াতেই আন্দোলন তীব্রতর করার হুঁশিয়ারি দিল কুড়মি সমাজ।

আদিবাসী হিসাবে স্বীকৃতির দাবীতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে এ রাজ্যের জঙ্গলমহলে বসবাসকারী কুড়মিরা। গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগে কুড়মিদের সেই আন্দোলন তুমুল আকার নেয়। যার জেরে জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে গিয়ে শাসক বিরোধী সব দলের নেতাদেরই বেশ বেগ পেতে হয়। লোকসভা নির্বাচনেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তারজন্য আগেভাগেই সাবধানি পদক্ষেপ করতে চাইছে রাজ্যের সরকার ও শাসক দল। মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফরের আগেই কুড়মি ক্ষোভ চাপা দিতে গত বৃহস্পতিবার কুড়মিদের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের ডেকে পাঠানো হয় নবান্নে। কুড়মিদের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রায় ৩০ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বৈঠকে রাজ্য সরকারের তরফে কুড়মিদের দাবী নিয়ে কোনো ফলপ্রসু আস্বাস মেলেনি বলেই অভিযোগ কুড়মিদের। তাই নিজেদের আন্দোলনকে আরো তীব্রতর করার হুশিয়ারি দিল কুড়মি সমাজ। কুড়মি সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতোর দাবী এবার আদিবাসী স্বীকৃতির দাবীতে আন্দোলন আরো তীব্রতর করা হবে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি নিজেদের ক্ষোভ উগরে দিয়ে তাঁর হুঁশিয়ারি কুড়মিদের কাঁধে জোঁয়াল রেখে আর লাঙল চালানো নয় এবার দাবীপূরণ না হওয়া পর্যন্ত লাগাতার তীব্র আন্দোলন চলবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments