সংবাদদাতা, দুর্গাপুর:- পাইপ লাইনের মাধ্যমে বাড়িতে পরিবেশ বান্ধব জ্বালানি গ্যাস। দুর্গাপুরের সিটি সেন্টারে উদ্বোধন হলো ইন্ডিয়ান অয়েল আদানি গ্যাসের পরিষেবা। বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারের সেল কো-অপারেটিভ এর তারাশঙ্কর সরণি এলাকায় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানার ডাইরেক্টর ইনচার্জ বিজেন্দ্র প্রতাপ সিং সহ ইন্ডিয়ান অয়েল আদানি গ্যাসের আধিকারিকরা। এই পরিষেবার মাধ্যমে একদিকে যেমন খরচ অনেকটাই কম হবে তেমনি গ্যাস শেষ হয়ে যাওয়ার চিন্তাও থাকবে না। দুর্ঘটনার হাত থেকেও পাওয়া যাবে রক্ষা। রাজ্যের প্রথম পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার গোপালপুরে শুরু হয়েছিল এই পরিষেবা। তারপর রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়িতে বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস পৌঁছে গিয়েছে। এবার শিল্পাঞ্চল দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে পরিবেশ বান্ধব জ্বালানি গ্যাস। এই গ্যাসের পরিষেবা পেয়ে খুশি সুশান্ত কুমার রায়।