সংবাদদাতা, বাঁকুড়াঃ– আজ নববর্ষ। তাই নববর্ষ উপলক্ষে বাঁকুড়া জেলায় প্রচলন রয়েছে ব্যবসায়ীদের মধ্যে হালখাতা করার। আর এই হালখাতা মানে পুরনো খাতা লাল কাপড় দিয়ে বেঁধে তুলে রাখা এবং নতুন খাতা নিয়ে এসে বাঁকুড়া জেলার বিভিন্ন মন্দিরে মন্দিরে মায়ের পায়ে অর্পণ করে পুজো দিয়ে নতুন খাতা চালু করা। তার সঙ্গে সঙ্গে সামনে নির্বাচন সেই নির্বাচন যেন শান্তিপূর্ণ ভাবে হয় তা মায়ের কাছে আবেদন জানান অনেকেই। বাঁকুড়া জেলার বাঁকুড়া শহরের বিখ্যাত মন্দির মা মহামায়ার মন্দিরে সকাল থেকে ভক্তগণদের ভিড় এবং পূজা অর্চনা করে মায়ের কাছে নিবেদন শুভকামনার।