নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-দুর্গাপুর শহরকে জঞ্জাল মুক্ত করতে অভিনব উদ্যোগ নিল পুরনিগম। এবার থেকে রাতের শহরেও বর্জ্য সংগ্রহ করবেন পুরসভার সাফাই কর্মীরা। মূলত শহরের বাজার এলাকাগুলিতে এই পরিষেবা দেওয়া হবে। শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরের ৮ নম্বর ওয়ার্ডের লালা লাজপথ রায় এলাকায় এই পরিষেবার সূচনা করেন পুরনিগমের প্রশাসক মণ্ডলির চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন পুর কমিশনার আব্দুল কালাম আজাদ, প্রশাসক মন্ডলীর সদস্য ও সদস্যরা।
প্রসঙ্গত সন্ধ্যার পর শহরের বেশকিছু বাজার এলাকায় বহু মানুষের সমাগম হয়। সেখানকার হোটেল, ছোট ছোট খাবারের দোকান,সবজি মাছের দোকানের বর্জ্য জমা হয়। ফলে রাত বাড়তেই বর্জ্যের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এলাকায়। বাড়ে মশা মাছির উপদ্রপ। ফলে অস্বস্তিতে পড়তে হয় এলাকার মানুষকে। তাই রাতের জমা হওয়া বর্জ্য রাতেই পরিষ্কার করা হবে এবার থেকে। পুরসভা সূত্রে জানা গেছে রাত ৯ টা থেকে এই পরিষেবা চালু হবে। ১,৩ ও ৪ নম্বর বোরোয় প্রাথমিক ভাবে এই পরিষেবা চালু করল পুরসভা। প্রাথমিকভাবে এই পরিষেবা নিঃশুল্ক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে এদিন মিশন নির্মল বাংলার গাড়িও উদ্বোধন করেন পুরপ্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। পাশাপাশি এদিন দোকানে দোকানে গিয়ে দোকানদারদের অবগত করা হয় যাতে তাঁরা মিশন নির্মল বাংলার গাড়িতেই বর্জ্য ফেলেন।