নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– মঙ্গলবার প্রকাশিত হয়েছে সিবিএসসি’র দ্বাদশ শ্রেণির ফল। ফল খারাপ হওয়ায় আত্মঘাতী হল দুর্গাপুরে এক ছাত্র। মৃত ছাত্রের নাম ঋষিরাজ কেশরী (১৮)। সে রাজবাঁধের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া ছিল।
মৃত ছাত্রের বাড়ি দুর্গাপুরের কোকওভেন থানার সুকান্ত পল্লী এলাকায়। প্রতিবেশীরা জানান, অন্যান্য দিনের মতো এদিনও বাবা সন্তোষ কেশরী হোটেলের কাজে গিয়েছিলেন, মাও কাজে বেরিয়েছিলেন। এদিকে পরীক্ষার ফল বেরোনের পর কাউকে কিছু না বলে চুপচাপ বাড়িতে ঢুকে যায় ঋষিরাজ। এরই মধ্যে জানলা দিয়ে প্রতিবেশীদের নজরে আসে ওই ছাত্র কিছু একটা করছে। তড়িঘড়ি তারা দরজা ভেঙে ঘরে ঢুকলে তাঁরা ঋষিরাজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে ছাত্রকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানায় তার মৃত্যু হয়েছে।
মৃত ছাত্রের পরিবারের সদস্যরা জানান তাঁরা বুঝতে পারছেন না কেন এমন চরম সিদ্ধান্ত নিল ঋষিরাজ। পরিবারের লোকেরা জানান তাঁরা ঋষিরাজের রেজান্ট দেখননি, তার আগেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। তবে প্রতিবেশীদের একাংশের মতে খারাপ ফলের জন্যই আত্মহননের পথ বেঁছে নেয় ওই পড়ুয়া।





