eaibanglai
Homeএই বাংলায়এবারের মাধ্যমিক পরীক্ষায় মোবাইল সহ একাধিক সতর্কতা বিধি

এবারের মাধ্যমিক পরীক্ষায় মোবাইল সহ একাধিক সতর্কতা বিধি

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে বাড়তি সতর্কতা নিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ। কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহার নিয়ে। পরিদর্শক, শিক্ষক সহ কেউই পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা চলাকালীন মোবাইল-সহ ধরা পড়লে পরীক্ষার্থীর এক বছরের জন্য পুরো পরীক্ষা বাতিল হয়ে যাবে। মোবাইলটিও বাজেয়াপ্ত করা হবে। এছাড়াও কোনওরকম ইলেকট্রনিক গেজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া যাবে না বলে মধ্য শিক্ষা পর্ষদের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে।

পশ্চিম বর্ধমান জেলার স্কুল পরিদর্শক বা ডিআই সুনীতি সাঁপুই জানিয়েছেন, সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। কোন জায়গায় কোন রকম ফাঁক রাখা হয়নি। পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয়, সে জন্য প্রতিটি দফতরের সঙ্গে যোগযোগ রাখা হচ্ছে। সবাইকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রে ২ জন স্বাস্থ্যকর্মী থাকবেন। আসানসোল জেলা হাসপাতাল ও দুর্গাপুর মহকুমা হাসপাতালে অসুস্থ হয়ে পড়া পরীক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। থাকছে ক্যুইক রেসপন্স টিম। সোমবার পরীক্ষার জন্য আসানসোল ও দুর্গাপুরের রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে বাড়তি ট্র্যাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রামীণ এলাকায় পরীক্ষাকেন্দ্রে জনস্বাস্থ্য কারিগরি দফতর এবং শহর এলাকায় পুরনিগমের জল সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছ। পরীক্ষার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। বাড়তি নজর দিতে বলা হয়েছে রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমকেও।

পশ্চিম বর্ধমান জেলায় মাধ্যমিক পরীক্ষার জন্য আসানসোলে কন্ট্রোল রুমের দায়িত্বে থাকছেন সুমিত মুখোপাধ্যায় (বালবোধন স্কুল): ৮২৫০৭৭৪৬৪৭, ৯৬৮১৩৮৪১৬৬, সঞ্জয়কুমার নোনিয়া (জেকে নগর হাই স্কুল): ৯৪৭৪৫৩৬৪৭৩, ৭০০১৬৪৩৯৪০, আস্তিক মণ্ডল (কন্যাপুর হাই স্কুল): ৭৭৯৭৭০৩৭১৫ ও হিমাদ্রি ঘোষাল (ধাদকা এনসি লাহিড়ি হাই স্কুল): ৭০০১০৩৭৪৫৯।

একইভাবে দুর্গাপুরের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকছেন সুজিত সেন (অন্ডাল হাই স্কুল): ৭৭৪৯১৪৫২১৯, কুণাল গড়াই : ৯৮৩২২৯৬৪১৪ ও জিতেন্দ্র পাণ্ডে (বেনাচিতি ভারতীয় হিন্দি হাই স্কুল): ৯৮৩২১৬২০১৯।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments