নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ডিটিপিএস (দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন)-এর আধুনিকীকরণ, কর্মসংস্থান ও এলাবাসির সার্বিক উন্নয়নের দাবিদাওয়া নিয়ে মঙ্গলবার দুপুরে জাতীয় পতাকা নিয়ে মহা মিছিল করল ভিলেজ কো-অর্ডিনেশন কমিটি ও ভিলেজ কমিটি। এই মিছিলে ডিটিপিএস তাপবিদ্যুৎ কেন্দ্রের আশপাশের মায়াবাজার, রাতুড়িয়া ও অঙ্গদপুর এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অভিযোগের ভিত্তিতে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) দ্বারা পরিচালিত এই তাপ বিদ্যুৎ কেন্দ্রের সর্বশেষ অর্থাৎ চতুর্থ ইউনিটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় ২০২২ সালের আগস্ট মাসে। এরপর ডিভিসি’র পক্ষ থেকে জানানো হয়েছিল যে, দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট স্থাপন করা হবে। সেই মতো নতুন ইউনিটের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়ে এদিনের মহামিছিল বলে জানায় ভিলেজ কমিটি। তাদের মতে নতুন ইউনিটটি তৈরি হলে একদিকে যেমন এলাকার যুবকদের কর্মসংস্থান হবে অন্যদিকে এলাকার সার্বিক উন্নয়নও ঘটবে।