নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বাইকে ধাক্কা মারা গাড়ি ধাওয়া করতে গিয়ে বিপাকে পড়ল পুলিশ। গ্রামের মধ্যে ঢুকে রীতিমতো তাণ্ডব চালাল পুলিশের তাড়া খাওয়া গাড়িটি। প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভে সরব হল গ্রামবাসী। ঘটনা পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের বিষ্ণুপুরে গ্রামের।
ঘটনা প্রসঙ্গে জানা যায় গত বৃহস্পতিবার রাতে কাঁকসার মলানদিঘিতে একটি স্করপিও গাড়ি একটি বাইকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে কাঁকসা থানার পুলিশ। পুলিশের তাড়া খেয়ে গাড়িটি জনবসতিপূর্ণ কাঁকসার বিষ্ণুপুরে গ্রামে ঢুকে পড়ে ও তাণ্ডব চালায়। গ্রামে দাঁড়িয়ে থাকা দুটো অটোতে ধাক্কা মারার পাশাপাশি বেশকিছু গবাদিপশুকেও ধাক্কা মারে। যদিও গাড়ির টায়ার পাংচার হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত গাড়িটি দাঁড়িয়ে পড়ে। এরপরই পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসী। উত্তেজিত গ্রামবাসী পুলিশের সামনেই বিক্ষোভ শুরু করে দেয়। পুলিশ কেন গ্রামের ভেতর এভাবে ওই গাড়িটিকে ধাওয়া করে নিয়ে গেল তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ক্ষতিপূরণের দাবি জানাতে থাকে তারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গ্রামে। পরে অবশ্য পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
অন্যদিকে গাড়ির চালক ও গাড়িটিকে আটক করে নিয়ে যায় পুলিশের। গাড়ির চালক মদ্যপ ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।