eaibanglai
Homeএই বাংলায়দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল সংঘর্ষ

দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল সংঘর্ষ

সংবাদদাতা,আসানসোলঃ– রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই জেলায় জেলায় রাজনৈতিক হিংসার ছবি উঠে আসছে। মনোনয়ন পত্র জমা দেওয়া থেকে শুরু প্রত্যাহার, রাজনৈতিক হিংসার ঘটনা থামেনি। এমনকি মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। হিংসার সেই জের চলছেই। এবার আসানসোলের জামুড়িয়ায় দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল সংঘর্ষের ঘটনা সামনে এল।

ঘটনা প্রসঙ্গে বিজেপির জামুরিয়া ২ নম্বর মন্ডলের সভাপতি তথা জামুরিয়া পঞ্চায়েত সমিতির ১৪ নম্বর আসনের বিজেপি প্রার্থী রমেশ ঘোষ অভিযোগ করেন, যে তারা শ্যামল্যা গ্রাম পঞ্চায়েতের আলিনগর এলাকায় যখন দেওয়াল লিখন করছিলেন সেই সময় জামুরিয়া দু’নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা, বোধন রুইদাস তাদের দলবল নিয়ে এসে দেওয়াল লিখনে বাধা দেয়। ঘটনার প্রতিবাদ করতে গেলে তাদের ওপর চড়াও হয়ে মারধর করে তারা। পাশাপাশি বেশ কিছু বিজেপি কর্মীর মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। এদিন রমেশ বাবু দাবি করেন এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্যই সিদ্ধার্থ রানা পরিকল্পনা করে তাদের ওপর হামলা চালিয়েছে।

যদিও জামুরিয়া দু’নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান দলীয় মিটিং সেরে তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় তিনি লক্ষ্য করেন তাদের দখলে থাকা দেওয়ালে বিজেপি কর্মীরা দেওয়াল লিখন করছে। তিনি ঘটনার প্রতিবাদ জানালে তাদের ওপর চড়াও হয় বিজেপি নেতা রমেশ ঘোষ ও তার দলবল। এদিকে ঘটনা যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় সেই জন্য তারা সেখান থেকে চলে আসেন। সিদ্ধার্থবাবুর দাবি বিজেপি এলাকায় প্রার্থী না পেয়ে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য মিথ্যে অপপ্রচার চালাচ্ছে।

এদিকে ঘটনার পরে বিজেপির পক্ষ থেকে ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়। যাতে বিজেপি নেতাকে মারধর করতে দেখা যায়। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এইবাংলায় ওয়েব ডেস্ক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments