eaibanglai
Homeউত্তর বাংলাশীত শীত ভাব, কিন্তু এখনই শীত নয়

শীত শীত ভাব, কিন্তু এখনই শীত নয়

এই বাংলায় ওয়েব ডেস্কঃ- লক্ষ্মীপুজো থেকেই রাজ্যে রীতিমতো শীত শীত ভাব। রাতে ও সকালে বেশ শীতের আমেজ অনুভূত হচ্ছে । রাজ্যের বিভিন্ন জেলাতেই শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০-র ঘরে। বালুরঘাটে তাপমাত্রা নেমে গিয়েছিল ১৯ ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিঙে তা ছিল ১০ ডিগ্রি।

যদিও এই পরিস্থিতিকে এখনই শীত বলতে নারাজ আবহবিদেরা। ঠান্ডার আমেজ থাকলেও এখনই তা স্থায়ী হচ্ছে না বলেও দাবি তাদের। আবহওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আগামী দুদিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে। তবে কিছু দিন পর আবার তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাই শীত কবে পড়বে, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

আবহবিদদের মতে, কিছু দিন আগে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। পরে যা ঘূর্ণিঝড়ের রূপ নেয় এবং গভীর নিম্নচাপ হিসাবে বাংলাদেশে প্রবেশ করে শক্তিক্ষয় করে। নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নেওয়ায় আপাতত এই শুকনো আবহাওয়া। পাশাপাশি রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করায় অনুভূত হচ্ছে ঠান্ডার আমেজ । তবে আবার যদি কোনও পশ্চিমী ঝঞ্ঝা বা বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়, তবে আবহাওয়া আবার বদলে যেতে পারে বলেই মত আবহবিদদের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments