eaibanglai
Homeএই বাংলায়কুলটিতে তৃণমূল কর্মীর স্বামীর বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ

কুলটিতে তৃণমূল কর্মীর স্বামীর বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ

সংবাদদাতা,আসানসোল- কুলটির ডিসেরগড় সাঁকতোড়িয়া অঞ্চলে জমি জবরদখলের অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল কর্মীর স্বামীর বিরুদ্ধে। যদিও অভিযুক্ত ব্যক্তি তৃণমূলকে কলঙ্কিত করতেই এই অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছেন। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

অভিযোগকারী বিজয় মাজির অভিযোগ কুলটির সাঁকতোড়িয়া অঞ্চলের যশাইডি মৌজার ১৭৭ নং প্লটের জমিটি তার। সম্প্রতি সেই জমি সীমানা প্রাচীর দিয়ে ঘিরতে শুরু করেন তিনি । কিন্তু কে বা কারা গতকাল রাতের অন্ধকারে এসে সেই প্রাচীর ভেঙে দিয়ে যায়। বিজয় মাজির অভিযোগ এলাকায় জমি মাফিয়া হিসাবে কুখ‍্যাত ছোটন ওরফে চিত্তরঞ্জন রায় ও সপু মণ্ডল। তারাই সম্মিলিত ভাবে রাতের অন্ধকারে এই সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে । কারণ তারা চাইছে জমিটি অন‍্য কারো কাছে বিক্রি করে দিতে।

অন‍্যদিকে যার বিরুদ্ধে এই অভিযোগ সেই চিত্তরঞ্জন রায় জানান, পেশাগত ভাবে তিনি আসানসোল আদালতের আইনজীবী এবং তার স্ত্রী একজন তৃণমূলের সক্রিয় কর্মী। তিনি বিগত ১০-১৫ বছর আগে থেকেই ভবিষ‍্যতের দিকে তাকিয়ে জমিতে বিনিয়োগ করে আসছেন। যদিও এই সীমানা প্রাচীর ভেঙে ফেলার সাথে তিনি কোনো ভাবেই জড়িত নন। তাছাড়া তিনি গতকাল স্ত্রীর শাড়ি বিতরণ কর্মসূচি অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনভর ব‍্যস্ত ছিলেন। তার ঘরেও অনেক রাত পর্যন্ত লোকজনের আসা যাওয়া লেগে থাকে। কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করতেই পারেন। সেক্ষেত্রে সঠিক বিচারের প্রয়োজনে তিনি আদালতেও যেতে রাজি রয়েছেন বলে জানান। পাশাপাশি তার দাবি, তার স্ত্রী একজন সক্রিয় তৃণমূল কর্মী। তাই জমি দখলের নামে অযথাই তৃণমূলকে কলঙ্কিত করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments