eaibanglai
Homeএই বাংলায়কম্বলকাণ্ডে এবার জেল হেফাজত জিতেন্দ্র তিওয়ারির

কম্বলকাণ্ডে এবার জেল হেফাজত জিতেন্দ্র তিওয়ারির

সংবাদদাতা,আসানসোলঃ- কম্বলকাণ্ডে এবার আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিল জেলা আদালত। মামলার পরবর্তী শুনানি ১১ এপ্রিল।

প্রসঙ্গত ৮ দিনের পুলিশ হেফাজত শেষ হওয়ার পর গতকাল জিতেন্দ্র তিওয়ারিকে আদালতে হারিজ করা হলে এক দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। আজ ফের তাকে আদালতে পেশ করে ৫দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়। অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারির আইনজীবী তার জামিনের আবেদন জানান। যদিও দীর্ঘ সময় ধরে সওয়াল জবাব চলার পর অবশেষে বিজেপি নেতাকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

প্রসঙ্গত গত বছর ১৪ ডিসেম্বর আসানসোল রামকৃষ্ণ ডাঙায় জিতেন্দ্র তিওয়ারি ও তার স্ত্রীর চৈতালি তিওয়ারি সহ দলীয় উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়, আহত হন আরও ৬ জন । ওই ঘটনায় চৈতালি তিওয়ারি সহ ১৩ জনের নামে অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় ৮ জনকে প্রাথমিক ভাবে গ্রেফতার করা হয় । প্রায় ৬৫ দিন জেলে থাকার পর তারা বর্তমানে জামিনে মুক্ত। এরই মধ্যে গত ১৫ মার্চ জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আসানসোল উত্তর থানার পুলিশ। ১৮ মার্চ তাঁকে দিল্লির যমুনা এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments