eaibanglai
Homeএই বাংলায়কয়লা কাণ্ডে আবারও জেল হেফাজত লালা ঘনিষ্ঠ রত্নেশ ভর্মার

কয়লা কাণ্ডে আবারও জেল হেফাজত লালা ঘনিষ্ঠ রত্নেশ ভর্মার

সংবাদদাতা,আসানসোলঃ– কয়লা দুর্নীতি কাণ্ডে লালা ওরফে অনুপ মাজি ঘনিষ্ঠ রত্নেশ ভার্মাকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। গত ১৩ ফ্রেব্রুয়ারি রত্নেশ ভার্মাকে আসানসোল আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন সিবিআই আদালতের বিচারক। সেই মেয়াদ শেষ হওয়ায় আজ ফের তাঁকে আদালতে পেশ করা হয়। অন্যদিকে রত্নেশ ভার্মার আইনজীবী জানান এদিন তাঁরা জামিনের জন্য আবেদন করেননি।

গত ৩১ জানুয়ারি আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আচমকাই আত্মসমর্পণ করেন লালা ঘনিষ্ট রত্নেশ। সেই দিন বিচারক তাকে জেলে পাঠায়। পরবর্তীকালে ২ ফেব্রুয়ারি রত্নেশ ভার্মাকে পুনরায় কোর্টে তোলা হলে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। হেফাজতে থাকাকালীন তার কাছ থেকে নানান চাঞ্চল্যকর তথ্য ও প্রভাবশালীদের নাম পাওয়া গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

প্রসঙ্গত, কয়লা পাচার-কাণ্ডে অন্যতম অভিযুক্ত রত্নেশ ভর্মাকে বহু দিন ধরেই খুঁজছিল সিবিআই। কিন্তু তার হদিশ না পেয়ে তার সম্পত্তি অ্যাটাচমেন্ট (স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত) করার প্রক্রিয়া শুরু করা হয়। তারই মাঝে আচমকা আত্মসমর্পণ করলেন রত্নেশ। আসানসোলের নরসমুদা খনি সংলগ্ন এলাকার বাসিন্দা রত্নেশ ভার্মার বিরুদ্ধে বেআইনি কয়লা পাচার চক্রের পরিবহনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। চুরি হওয়া কয়লা রত্নেশের সাহায্যেই কয়লা মাফিয়ারা বিভিন্ন গন্তব্যে পৌঁছাত বলে দাবি তদন্তকারীদের। প্যাড বা অবৈধ চালান দিয়ে এই কয়লা পাচার হতো বলে তদন্তে উঠে এসেছে। এর পাশাপাশি রত্নেশ এই পাচার ব্যবসায় লিঙ্ক ম্যানের কাজ করত বলে তদন্তে জানা গেছে। অর্থাৎ বিভিন্ন খনি সংস্থার ম্যানেজার ও আধিকারিকদের টাকা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হত রত্নেশে মাধ্যমেই।

বর্তমান রত্নেশ ভর্মার ঠিকানা আসানসোল সংশোধনাগার। আর এই জেলে রয়েছেন গোরু পাচার কাণ্ডে অভিযুক্ত বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলও।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments