eaibanglai
Homeএই বাংলায়শহরে ফের বেপরোয়া মিনিবাসের দৌরাত্ম্য,গুরুতর জখম ১

শহরে ফের বেপরোয়া মিনিবাসের দৌরাত্ম্য,গুরুতর জখম ১

সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোল শহরে ফের বেপরোয়া মিনিবাসের দৌরাত্ম্যের অভিযোগ। বেপরোয়া মিনিবাসের ধাক্কায় গুরুতর জখম হলেন এক বাইক আরোহী। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনাটি ঘটে সোমবার সকালে আসানসোল চিত্তরঞ্জন রোডের উপর হিন্দুস্তান কেবলস ডি.এ.ভি স্কুল সংলগ্ন এলাকায়।

ঘটনা প্রসঙ্গে জানা যায় চিত্তরঞ্জন থেকে আসানসোল গামী উদিতা নামের ওই মিনি বাসটি দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে একটি বাইকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন জোড়বাড়ির বাসিন্দা কৃষ্ণা মাহাতো নামে বছর আঠাশের ওই বাইক আরোহী। প্রত্যক্ষদর্শীদের দাবি মিনিবাসের দরজা খোলা রেখে বেপরোয়াভাবে ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে বাইকটির সামনের অংশ দমুড়ে মুচড়ে যায়।

অন্যদিকে শহরে এই মিনিবাসের দৌরাত্ম্যের প্রতিবাদে, আহত যুবকের চিকিৎসার খরচ ও বাইকের ক্ষতিপূরণের দাবিতে হিন্দুস্তান কেবলস রোড অবরোধ করেন জোড়বাড়ির মানুষজন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আছড়া পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব মাহাতো ও পুলিশ। অবশেষে তাদের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ একে রাস্তার দু’পাস দখল করে যেভাবে প্রতিদিন অবৈধ দোকান গজিয়ে উঠছে তাতে রাস্তা থেকে নেমে সরে যাওয়ার কোন জায়গা পাওয়া যাচ্ছে না। তার উপর শহরে মনিবাসগুলি বেপরোয়াভাবে চলাচল করে। যার জেরে প্রায়ই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে প্রশাসনিক পদক্ষেপের দাবি জানান তারা। অপরদিকে এদিনের দুর্ঘটনার প্রেক্ষিতে জয়দেব বাবু বলেন, “অবিলম্বে আপার কেশিয়া মোড় থেকে রূপনারায়ণপুর পর্যন্ত অঞ্চলে যাবতীয় যানবাহনের গতি ঘন্টায় কুড়ি কিলোমিটারে বেঁধে দেওয়ার নিশ্চিত উপায় করতে হবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments