eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে পাঠানরূপী শাহরুখ খান

আসানসোলে পাঠানরূপী শাহরুখ খান

সংবাদদাতা,আসানসোলঃ– এবার বলিউড বাদশা শাহরুখ খানের মোমের মূর্তি তৈরি করে নজর কারড়লেন আসানসোলের ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়। এক নজরে দেখে বোঝার উপায় নেই মানুষ না পুতুল। যেন অবিকল পাঠন। সেই চুল, সাজ পোশাক,চোখে রোদ চশমা। পাঠান ছবি দেখে উদ্বুদ্ধ হয়েই এই মূর্তি তৈরির সিদ্ধান্ত বলে জানান শিল্পী। এদিন মূর্তিটির উদ্বোধন করেন আসানসোল পৌরসভার মেয়র বিধান উপাধ্যায়। উপস্থিত ছিলেন চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক।

ইতিমধ্যেই পাঠনকে দেখতে ভিড় জমেছে আসানসোলের মোমের মিউজিয়ামে। অনেককে সেলফি তুলতেও দেখা যায়। প্রিয় স্টার তথা অভিনেতাকে যেন হাতের নাঙালের মধ্যেই পেয়ে গেছেন বাদশার ফ্যানেরা।

শিল্পী সুশান্ত রায় জানান মিউজিয়ামের আবেদন বইয়ে বহুদিন ধরেই শাহরুখ খানের মূর্তি তৈরি জন্য আবেদন জমা পড়ছিল। এরই মধ্যে পাঠান মুভি দেখে তিনি এতটাই উদ্বুদ্ধ হন যে বাদশার মূর্তি করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। প্রায় দুমাস সময় লেগেছে মূর্তিটি তৈরি করতে। তবে এবার আর অন্যান্য মূর্তির মতো পোশাক দর্জিকে দিয়ে তৈরি করাননি। সুশান্তবাবুর মেয়েই নিজের হাতে তৈরি করে দিয়েছেন পাঠানের পোশাক। তিনিও বাবার মতো মূর্তি গড়তে পটু।

প্রসঙ্গত আসানসোলে ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়ের মোমের মিউজিয়ামে রয়েছে দেশ বিদেশের খ্যাতনামা ব্যক্তিদের মোমের মূর্তি। কে নেই সেই তালিকায়! কোহলি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, জ্যোতি বসু থেকে অমিতাভ বচ্চন-তালিকাটা অনেকটাই দীর্ঘ। এবার সেই মিউজিয়ামে স্থান পেল বলিউডের বাদশাহ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments