eaibanglai
Homeএই বাংলায়টিউশন পড়তে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্রের ম্যাসেজ ঘিরে রহস্য

টিউশন পড়তে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্রের ম্যাসেজ ঘিরে রহস্য

সংবাদদাতা,আসানসোলঃ- টিউশন পড়তে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্র। ফোনে ম্যাসেজ করলেও কথা বলতে পারছে না ওই ছাত্র। সাহায্য়ের আর্তি জানিয়ে পুলিশের দ্বারস্থ ছাত্রের পরিবার। পুরো ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অন্ডাল থানার মদনপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায়।

ঘটনা প্রসঙ্গে জানা গেছে অন্ডাল থানার মদনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা রামানুজ সাউ এর ছেলে রবি সাউ (২০) গত বৃহস্পতিবার পাঞ্জাবি মোড়ে টিউশন যাওয়ার নাম করে সকাল ন’টায় বাড়ি থেকে বের হয়। টিউশন পড়ে অন্যান্য দিন বেলা একটা নাগাদ সে বাড়ি ফিরলেও এদিন ফেরেনি। এদিকে বিকেল পর্যন্ত ছেলে বাড়ি না ফেরায় তার খোঁজ শুরু করে রামানুজ সাউ ও তার পরিবার। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও ছেলের সন্ধান না পেয়ে অবশেষে ওই দিনই সন্ধ্যেবেলায় রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় পুলিশ ফাঁড়িতে ছেলের নিখোঁজ ডায়েরি দায়ের করেন রামানুজ বাবু। বিষয়টি জানানো হয় অন্ডাল থানাতেও।

পুলিশ ওই ছাত্রের কোনও খোঁজ দিতে না পারলেও ফোনে নিখোঁজ ছাত্র বাড়িতে যোগাযোগ করে বলে দাবি পরিবারের। রামানুজ বাবু জানান ছেলে ফোন করলেও কোনও কথা বলতে পারছে না। এদিকে মাঝে মধ্যে তার ফোন অন হচ্ছে আবার সুইচ অফ হয়ে যাচ্ছে। এরই মধ্যে শনিবার সকালে স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী বল্টু রামের মোবাইলে নিখোঁজ ছাত্র রবি সাউয়ের মোবাইল থেকে ম্যাসেজ আসে। ম্যাসেজে ছাত্র জানায় তার মাথায় আঘাত লেগেছে এবং সে কোথায় রয়েছে সে বিষয়ে কিছু বুঝতে পারছে না। এরপর রবির সঙ্গে পরিবারের লোকজন যোগাযোগ করার চেষ্টা করলেও সফল হননি।

পুরো বিষয়টি জানিয়ে রামানুজবাবু ও তার পরিবারের সদস্যরা এদিন অন্ডাল পুলিশের দ্বারস্থ হন। তাদের দাবি তাদের ছেলেকে অপহরণ করা হয়েছে এবং পুলিশ চাইলে রবি সাউয়ের মোবাইল ট্র্যাক করে তাকে উদ্ধার করতে পারবে। পুরো ঘটনাটি ঘিরে রহস্য দানা বেঁধেছে। অন্যদিকে নিখোঁজ ছাত্রের সন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments