eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বলদান, হুড়োহুড়িতে প্রাণ গেল ৩ জনের

আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বলদান, হুড়োহুড়িতে প্রাণ গেল ৩ জনের

সংবাদদাতা,আসানসোলঃ– বুধবার সন্ধ্যায় আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙালে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৩ জনের। আহত হয়ে জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৪ জন। মৃতদের মধ্যে দুই মহিলা সহ এক ১২ বছরের নাবালিকাও রয়েছে। মৃতরা হল ঝালি বাউড়ি, বয়স ৫১, বাড়ি কাল্লায়। চাঁদমণি দেবী, বয়স ৫০ ও প্রীতি সিং, বয়স ১২। দুজনেই আসানসোলের রামকৃষ্ণ ডাঙালের বাসিন্দা।

জানা গেছে ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি ও স্থানীয় বিজেপি নেতৃত্বের উদ্যোগে এদিন শিবচর্চা নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পাশাপাশি ওই অনুষ্ঠান থেকে প্রায় পাঁচ হাজার কম্বল বিতরণের ব্যবস্থা করা হয়েছিল। যার জন্য পাঁচটি কাউন্টারও করা হয়েছিল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মঞ্চে বক্তৃতা দেওয়ার পর প্রতীকীভাবে ৩-৪টি কম্বল বিলি করে দলীয় কার্যালয়ে বৈঠক করতে চলে যান। জানা গেছে এরপরই কম্বল পাওয়া যাবে না এই আশঙ্কায় হুড়োহুড়ি পড়ে যায়। চরম বিশৃঙ্খলা তৈরি হয় এবং পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়।

এদিকে বুধবার রাতেই শুভেন্দু অধিকারী এক প্রেস বিবৃতিতে জানান, “আমি এই ঘটনার জন‌্য কাউকে দোষারোপ করছি না। তবে আমি চলে আসতেই পুলিশ নিরাপত্তার বন্দোবস্ত তুলে নেওয়ায় ওই বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।”

অন্যদিকে ঘটনার প্রেক্ষিতে দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীরকুমার নীলকান্তম বলেন, “ওই অনুষ্ঠানের কোনও লিখিত অনুমোদন চাওয়া হয়নি। মৌখিক ভাবে পুলিশকে জানানো হয়েছিল। তবে অনুষ্ঠানের অনুমতি না থাকলেও বিরোধী দলনেতা আসছেন জেনে প্রোটোকল মেনে আসানসোল পুলিশ কমিশনারেটের তরফে নিরাপত্তার ব‌্যবস্থা করা হয়েছিল। কাজেই তিনি চলে যেতেই সেই ব‌্যবস্থা তুলে নেওয়া হয়।

এছাড়া ঘটনা প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু বলেন, ” শিব চর্চা নামে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি উপস্থিত ছিলেন। এই ঘটনায় আমার বিশেষ কিছু বলার নেই । এটা প্রশাসনের দায়িত্বে আছে, প্রশাসন এটা তদন্ত করবেন কী কারনে এরকম অঘটন ঘটল।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments