সন্তোষ মণ্ডল,আসানসোলঃ- আসানসোলের জামুরিয়ায় আদিবাসী সম্প্রদায়ের কবরস্থান দখলের অভিযোগ উঠল স্থানীয় এক বেসরকারি স্পঞ্জ আয়রণ কারখানার বিরুদ্ধে। জানা গেছে ওই কবরস্থানে ধাসনা,হুডডুবি এবং মহিষা বুড়িগ্রামের আদিবাসী মানুষজন ব্যবহার করে আসছেন দীর্ঘদিন ধরে। গ্রামবাসীদের দাবী তাঁরা প্রায় ৩০০ বছর ধরে ওই কবরস্থানটি ব্যবহার করছেন। কিন্তু সম্প্রতি সেই কবরস্থান শ্যাম সেল কারখানা পাইপ ফেলে রেখে জায়গা দখল করে নিচ্ছে। পাশাপাশি কবরস্থানের মাটি কেটে পাইপ বসানোরও চেষ্টা করছে। গ্রামবাসীদের অভিযোগ তাঁদের বাদনা পরব চলার সময় সকলের অলক্ষ্যে রাতের অন্ধকারে স্থানীয় কিছু নেতা ও পুলিশ প্রশাসনের সহায়তায় কবরস্থানের মাটি কেটে পাইপ বসানোর কাজও শুরু করে দেয় কারখানা কর্তৃপক্ষ। বিষয়টি নজরে আসতেই এদিন স্থানীয় গ্রামের মানুষজন একত্রিত হয়ে প্রতিবাদ জানান ও বিক্ষোভ প্রদর্শন করেন।
যদিও শ্যাম সেল কারখানার আধিকারিক আলোক মিশ্র জানান আদিবাসীদের কবরস্থান কোনভাবে নষ্ট বা দখল করা হয়নি। ভুলবশত কিছু জলের পাইপ সেখানে রাখা হয়েছিল। তবে দ্রুত সেগুলোকে সরিয়ে ফেলা হবে।