eaibanglai
Homeএই বাংলায়এবার শিক্ষক নিয়োগ দুর্নীতির আঁচ বাঁকুড়ায়

এবার শিক্ষক নিয়োগ দুর্নীতির আঁচ বাঁকুড়ায়

সংবাদদাতা,বাঁকুড়াঃ– এবার শিক্ষক নিয়োগ দুর্নীতির আঁচ এসে পড়ল লাল মাটির জেলা বাঁকুড়ায়। চাকরি দেওয়ার নাম করে দলেরই কর্মীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠলো বাঁকুড়া জেলা তৃণমূল যুব সভাপতির বিরুদ্ধে। এমনই অভিযোগ জানানো একাধিক পোস্টার ঘিরে শুরু হয়েছে বিতর্ক। শনিবার সকাল থেকে পুয়াবাগান-পুরুলিয়া জাতীয় সড়কের উপর আন্দারথোল গ্রাম পঞ্চায়েতের ভিকুরডিহি বাস যাত্রী প্রতিক্ষালয় সহ একাধিক প্রতিক্ষালয়ে হাতে লেখা এই পোস্টার নজরে আসে স্থানীয়দের। যদিও ওই পোষ্টার কে বা কারা দিয়েছে তা জানা যায়নি।

পোস্টারগুলিতে লেখা রয়েছে, “প্রাইমারিতে চাকরী দেওয়ার নাম করে দলের কর্মীদের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন আমাদের জেলা যুব সভাপতি সন্দীপ বাউরী ও তার সাঙ্গপাঙ্গরা। এই সব চোর নেতাদের জন্যই আমাদের দলের এই অবস্থা। এই সব নেতারা দলটাকে শেষ করে দিচ্ছে। বিজেপির সাথে সেটিং করে দলটার ক্ষতি করছে। এই নেতারা প্রতিটি অঞ্চলে টাকা তোলার জন্য আছে। দলের কাছে অনুরোধ, যাতে এই বিষয়টি খতিয়ে দেখা হয় এবং সঠিক ব্যবস্থা নেওয়া হয়।” সবশেষে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে আলাদা আলাদাভাবে ‘জিন্দাবাদ’ লেখা।

এদিকে ওই বিতর্কিত পোস্টার ঘিরে জেলায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয়দের একাংশের দাবি পোস্টারে যা লেখা তা সত্যি এবং ক্ষুব্ধ তৃণমূল কর্মীরাই ওই পোস্টার দিয়েছে। চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে আর ফেরৎ দেওয়া হয়নি। তাই পোস্টারে ক্ষোভ উগড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় বিজেপি নেতৃত্বও। বাঁকুড়া -১ এর বিজেপি মণ্ডল সভাপতি বিকাশ ঘোষ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই এর জন্য দায়ী করেছেন। তিনি বলেন, “তৃণমূলের তো তিন-চারটে গোষ্ঠী আছে, ওঁর (তৃণমূল যুব সভাপতি) বিরোধী গোষ্ঠীই সম্ভবত ওই পোস্টার দিয়েছে। টাকা দিয়ে চাকরির ব্যাপারটা তো সত্যি আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ব্লকে ব্লকে ওদের এজেন্ট আছে এই কথাটা ওরা ঠিক বলেছে। যে লিখেছে সে ওদের দলের সম্পর্কে সব জানে। প্রত্যেক জায়গায় পার্থ চ্যাটার্জীর এজেন্ট আছে। এও (তৃণমূল যুব সভাপতি) একজন এজেন্ট।” যদিও যার বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ উঠেছে সেই জেলা তৃণমূল যুব সভাপতি সন্দীপ বাউরীর দাবি বিরোধীরাই চক্রান্ত করে ওই পোস্টার দিয়েছে। সামনে পঞ্চায়েত ভোট আসছে, এদিকে ওরা জনসাধারণের থেকে বিচ্ছিন্ন। গোটা অঞ্চলে তৃণমূলের জয়লাভ নিশ্চিত। সেই জন্য তৃণমূলের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে ও অপপ্রচার করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments