নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল ও সিপিএম আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনা বাঁকুড়ার তালডাংরার মামড়া গ্রামের। জানা গেছে, অভিজিৎ লোহার নামে তালডাংরা মণ্ডল-৩ সভাপতি সোমবার রাতে মামরা গ্রামে নিজের বাড়িতেই ছিলেন। অভিযোগ, রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতি আচমকায় বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে তার বাড়িতে হামলা চালায়। বাড়ি থেকে অভিজিৎ লোহার নামে ওই যুবককে বের করে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় রাতেই ওই বিজেপি মণ্ডল সভাপতিকে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি স্বপন ঘোষ সরাসরি তৃণমূল-সিপিএমের যৌথ দুষ্কৃতিদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর বক্তব্য, অভিজিৎ লোহারের নেতৃত্বে বিজেপির সভায় প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। সেইকারণেই বিজেপিকে ঠেকাতে তৃণমূল-সিপিএম এক হয়ে এই হামলা চালিয়েছে। তাঁর দাবি, সিপিএমের প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্র সহ বেশ কয়েক জন তৃণমূল-সিপিএম নেতা ও কর্মীর এই হামলার সঙ্গে যুক্ত। যদিও এবিষয়ে বিরোধীদের তরফে পাল্টা কোনও উত্তর পাওয়া যায়নি।
বিজেপি মণ্ডল সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল ও সিপিএম
RELATED ARTICLES